Viral video

‘ভাল করে তুমি চেয়ে দেখো…’, নীল শাড়িতে ফের ভাইরাল রানু মণ্ডল

‘ভাল করে তুমি চেয়ে দেখো, দেখতো চিনতে পারো কিনা...’ গাইতে শোনা যাচ্ছে। ভিডিয়োটি একটি ফেসবুক পেজে বৃহস্পতিবার আপলোড হয়েছে। এছাড়াও আরও কিছু পেজে ভিডিয়োটি শেয়ার হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৬:৪৩
Share:

রানু মণ্ডল। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

নতুন গান নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানু মণ্ডল। ফেসবুকে একটি পেজে রানু মণ্ডলের গাওয়া একটি পুরনো বাংলা গান আপলোড হয়েছে। সেখানে তাঁকে নীল শাড়িতে একটি ঘরের মধ্যে দাঁড়িয়ে গান গাইতে দেখা যাচ্ছে। সম্ভবত ভিডিয়োটি মোবাইলে রেকর্ড করা হয়েছে।

Advertisement

ভিডিয়োতে রানু মণ্ডলকে, ‘ভাল করে তুমি চেয়ে দেখো, দেখতো চিনতে পারো কিনা...’ গাইতে শোনা যাচ্ছে। ভিডিয়োটি একটি ফেসবুক পেজে বৃহস্পতিবার আপলোড হয়েছে। এছাড়াও আরও কিছু পেজে ভিডিয়োটি শেয়ার হয়েছে। ইতিমধ্যেই রানু মণ্ডলনের গাওয়া এই গান ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিয়োটি কোথায় রেকর্ড করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি পোস্টটিতে। তবে ইতিমধ্যেই রানু মণ্ডলের ফ্যানেরা সেটি শেয়ার করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় নানান প্ল্যাটফর্মে।

Advertisement

আরও প়ড়ুন: রানু মণ্ডলকে সোশ্যাল মিডিয়ায় টক্কর দিচ্ছেন এক উবের চালক

আরও পড়ুন: রাণুকে নিয়ে মজা করতে গিয়ে প্যাঁচে পড়ে ক্ষমা চাইলেন পাপু পম পম!

দেখুন রানু মণ্ডলের গানের ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement