Pakal Tiwari

ভাইরাল হল শ্বেতা তিওয়ারির মেয়ে পলকের ‘বাথরুম ভিডিয়ো’!

১৯ বছর বয়সি পলকের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ৩ লাখ।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪১
Share:

পলক তিওয়ারি। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাঁর মেয়ে পলক তিওয়ারি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয় তিনি। ১৯ বছর বয়সি পলকের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ৩ লাখ।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় পলক তিওয়ারি বেশ সক্রিয়। নিজের জীবন যাপনের বিভিন্ন মুহূর্ত প্রায়শই শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সম্প্রতি পলক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেটি নিজের বাথরুমে রেকর্ড করেছেন পলক। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাথরুমের আয়নার সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি।

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে পলক লিখেছেন, ‘এই পোজকে বলে হেয়ার আল্টা পুল্টা।’ সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় এক লক্ষ ইউজার। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

This pose is called hair ulta pulta ft my bathroom

A post shared by Palak Tiwari (@palaktiwarii) on

আরও পড়ুন: ‘না’ মানে যে ‘না’-ই হয়, তা অনেকেই বুঝতে চান না : তাপসী

আরও পড়ুন: ‘বিশেষ’ খিচুড়ি বানালেন সলমন, কার জন্য জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement