Shah Rukh Khan

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের সঙ্গে নাচলেন বলিউড বাদশা

এ দিন তিনি কোমর দোলালেন ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১৬:৩৩
Share:

ডাউন সিনড্রোমে আক্রান্তদের সঙ্গে নাচছেন বলিউড বাদশা। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।

শাহরুখ খান। বলিউডের কিং খান। ভক্তদের প্রতি সহৃদয়তার জন্য ‘কিং অফ হার্টস’ নামেও পরিচিত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে চলছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট মেলবোর্ন (আইএফএফএম)। সেই ফিল্ম ফেস্টিভ্যালেই নাচতে দেখা গেল কিং খানকে। তবে কোনও পারফরম্যান্সে নয়। এ দিন তিনি কোমর দোলালেন ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের সঙ্গে।

Advertisement

একটি স্বেচ্ছাসেবী সংস্থা ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। বাচ্চাদের সঙ্গে নাচের পাশাপাশি তাদের উৎসাহিত করতে জড়িয়েও ধরছিলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।

শাহরুখের সেই নাচের ভিডিয়ো নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে আইএফএফএম। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট।

Advertisement

আরও পড়ুন: সোনাক্ষীর ধাক্কায় চেয়ার থেকে পড়েই গেলেন অক্ষয়!

আরও পড়ুন: পদ থেকে যে সরানো হয়েছে, তা অফিশিয়ালি জানানো পর্যন্ত হয়নি: প্রসেনজিৎ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement