Salman Khan

প্লাস্টিকের বোতল থেকে জল খান না সলমনের ‘বজরঙ্গি ভাইজান’!

গতকাল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি বাঁদরকে কী ভাবে তিনি জল খাওয়াচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ১৬:২০
Share:

বাঁদরকে জল খাওয়াচ্ছেন সলমন খান। ছবি ইনস্টাগ্রাম ভিডিয়োর দৃশ্য।

তিনি বলিউড সুপারস্টার সলমন খান। ভক্তদের আবদার মেটাতে সোশ্যাল মিডিয়া নিজের সারা দিন নিয়মিতভাবে তুলে ধরেন তিনি। সম্প্রতি নিজের পোষ্য সারমেয়র সঙ্গে ছবি পোস্ট করে তাকে নিঃস্বার্থ ও বিশ্বস্ত বন্ধুর তকমা দিয়েছিলেন তিনি। গতকাল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি বাঁদরকে কী ভাবে তিনি জল খাওয়াচ্ছেন।

Advertisement

সলমনের পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গণেশ মূর্তির পাশে বসে কলা খাচ্ছে একটি বাঁদর। আর তাঁর নীচে দাঁড়িয়ে বোতল থেকে জল খাচ্ছেন সলমন খান। সেই সময়েই বাঁদরটির তৃষ্ণা মেটাবার জন্য তার দিকে জলের বোতলটি এগিয়ে দেন সল্লুভাই। কিন্তু বোতল থেকে জল খেতে নারাজ বাঁদর। তাই শেষমেশ সলমন কাপে জল ঢেলে এগিয়ে দিলেন বাঁদরটির কাছে। তার পর কাপ থেকে জল খেল সে।

এই ভিডিয়োই আপলোড করে সলমন লিখেছেন, ‘আমার বজরঙ্গি ভাইজান প্লাস্টিকের বোতল থেকে জল খায় না।’ এই ভিডিয়ো আপলোড করার পরই ভাইরাল হয়েছে। সলমনের অ্যাকাউন্ট থেকেই ভিডিয়োটি দেখা হয়েছে প্রায় ৪০ লক্ষ বার। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

Hamara bajrangi bhaijaan plastic ki bottle se paani nahi peeta . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

আরও পড়ুন: নিজের সবথেকে বিশ্বস্ত ও নিঃস্বার্থ বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন

আরও পড়ুন: দেওরের বিয়েতে কেঁদে ফেললেন প্রিয়ঙ্কা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement