Priyanka Chopra

রিয়্যালিটি শোয়ে এ কী করলেন করিনা-প্রিয়াঙ্কা! দেখুন ভিডিয়ো

সেই শো-তে করিনার সঙ্গে প্রিয়ঙ্কা যা করেছেন তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫০
Share:

করিনা কপূর ও প্রিয়ঙ্কা চোপড়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর প্রোমোশনের জন্য ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রোমোশনের অঙ্গ হিসাবে এখানে ওখানে যাচ্ছেন প্রিয়ঙ্কা। সম্প্রতি তিনি গিয়েছিলেন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়্যালিটি শো-তে। সেখানে গিয়ে ছবি প্রোমোশনের পাশাপাশি মজায় মেতেছিলেন ‘দেশি গার্ল’। সেই শো-তে উপস্থিত ছিলেন বলিউড তারকা করিনা কপূরও। সেই শো-তে করিনার সঙ্গে প্রিয়ঙ্কা যা করেছেন তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

সেই ঘটনার ভিডিয়ো বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। একদিনের মধ্যে ওই ভিডিয়োতে লাইক করেছেন সাড়ে ১২ লক্ষেরও বেশি ইউজার। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ডান্স ইন্ডিয়া ডান্স আমাদের সুযোগ দেওয়ার জন্য। প্রতিভাবান প্রতিযোগী ও বিচারকদের সঙ্গে প্রচুর মজা করলাম।’

কিন্তু করিনার সঙ্গে কী করেছেন প্রিয়ঙ্কা? ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই বলিউড সুন্দরী একে অপরের দিকে ছুড়ে দিচ্ছেন চুম্বন। আর দুই সুন্দরীকে এই ভাবে ফ্রেমে বন্দি হতে দেখেই মজায় মেতেছে নেটদুনিয়া।

Advertisement

Our kind of face off... Thank you #DanceIndiaDance for having us... so much fun with your talented contestants &... judges 😛 See you soon #KareenaKapoorKhan @terence_here @boscomartis @raftaarmusic #TheSkyIsPink in theatres on Oct 11.

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

আরও পড়ুন: কার মেয়ে এটা? উত্তরে কী বললেন দেব?

আরও পড়ুন: ভরা নজরুল মঞ্চ মোহিত হল অনুপম-জাদুতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement