Swapna Choudhari

ফের ভাইরাল ‘দাউদ কি ছোড়ি’ স্বপ্না

সম্প্রতি দালের মেহেন্দির সঙ্গে গাওয়া তাঁর পঞ্জাবি গান ‘বাওলি তারেদ’ও সোশ্যাল মিডিয়ায় হিট। তিনি স্বপ্না চৌধরি। নেটদুনিয়ার নতুন তারকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ১৭:০৪
Share:

স্বপ্নার এই নাচেই মাত নেটদুনিয়া। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

হরিয়ানভি ভাষায় তাঁর গান ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। তবে হরিয়ানভি ছেড়ে ভোজপুরি ভাষাতেও নিজের দক্ষতার প্রমান দিয়েছেন। সম্প্রতি দালের মেহেন্দির সঙ্গে গাওয়া তাঁর পঞ্জাবি গান ‘বাওলি তারেদ’ও সোশ্যাল মিডিয়ায় হিট। তিনি স্বপ্না চৌধরি। নেটদুনিয়ার নতুন তারকা।

Advertisement

সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি নেচেছেন বিখ্যাত গান ‘দাউদ কি ছোড়ি’-র সুরে। ওই গানের তালে স্বপ্নার ঠুমকো নাচ মন জয় করেছে দর্শকদের। তার পরই ফের আলোচনার শিরোনামে চলে এসেছেন তিনি।

তাই অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই নাচ। তবে ‘দাউদ কি ছোড়ি’ গানে স্বপ্নার নাচ নেটিজেনদের বেশি মনে ধরলেও আরও বেশ কয়েকটি গানে ওই অনুষ্ঠানে নেচেছিলেন তিনি।

Advertisement

দেখুন সেই নাচের ভিডিয়ো-

আরও পড়ুন: পাঁচ রকম স্টার্টার, চার রকম ডেজার্ট, নুসরতের রিসেপশনের মেনুতে আর কী ছিল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement