ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গরু। ছবি: টুইটার থেকে নেওয়া।
রাস্তায় বেড়িয়ে যদি ট্রাফিক সিগনালে আটকে যেতে হয়, কারই বা ভাল লাগে। এমনও দেখা যায়, আশেপাশে যদি ট্রাফিক পুলিশ না থাকে, তবে কেউ কেউ লাল আলোর মাঝেই নিয়ম ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে যান। মানুষ না মানলেও, মানুষের তৈরি নিয়ম যে ভাবে একটি গরু মানল, তা দেখে অবাক নেটিজেনরা।
সম্প্রতি অভিনেত্রী প্রীতি জিন্টা একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, লাল হয়ে থাকা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি গাড়ি, বাইক। আর তাদের মাঝেই একটি গরু একদম নিয়ম মেনে নির্দিষ্ট লাইন থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে।
প্রীতিজিন্টার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ৬ অক্টোবর পোস্ট হয়েছে ন’সেকেন্ডের ভিডিয়োটি। ইতিমধ্যেই ভিডিয়োটি প্রায় ৫৭ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে চলছে লাইক, কমেন্টও শেয়ার।
আরও পড়ুন : ব্রহ্মাণ্ডের বিবর্তন তত্ত্বে নতুন দিশা, পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন জন
আরও পড়ুন : হিরের মধ্যে হিরে! প্রথমবার খোঁজ মিলল এই রকম মূল্যবান রত্নের
প্রীতি জিন্টার এই টুইট দেখে কেউ বলছেন, এই কারণেই পশুদের আচরণ কখনও কখনও মানুষের থেকেও ভাল হয়, আবার কেউ বলছেন, গরুরা অনেক সময়ই মানুষের থেকে বেশি ট্রাফিক নিয়ম সচেতন হয়।