Viral

জনতা কার্ফু সমর্থনে রজনীকান্তের পোস্ট সরিয়ে দিল টুইটার

নেটাগরিকরা দাবি করেন, ‘একদিন এভাবে জনতা কার্ফু করলে গোষ্ঠী সংক্রমণ কী করে আটকানো যাবে?’ রাজনীকান্তে পোস্টে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অনেক নেটাগরিক দাবি করেন।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ১৩:১৭
Share:

রজনীকান্ত। টুইটার থেকে নেওয়া ছবি।

জনতা কার্ফু সমর্থন করে শনিবার পোস্ট করেন অভিনেতা-রাজনীতিক রাজনীকান্ত। সেই পোস্ট সরিয়ে দিল টুইটার। পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করেন নেটাগরিকরা। দাবি করা হয়, ওই পোস্টে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। তার পরই সেটি সরিয়ে দেওয়া হয় টুইটারের তরফে।

Advertisement

একটি ভিডিয়ো পোস্ট করে রজনীকান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফুর আহ্বানকে সমর্থন করেন। সেখানে তিনি বলেন, “করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে ভাইরাসকে ১২ থেকে ১৪ ঘণ্টা আটকে রাখতে হবে।” রজনীকান্ত সেই পোস্টে আরও দাবি করেন, “জনতা কার্ফু করে এই ভাইরাসকে তৃতীয় ধাপে ঢোকা থেকে আটকানো যেতে পারে। তাই প্রধানমন্ত্রী যেমন বলেছেন, সে ভাবে ঘরে থাকুন সবাই।”

এর পরই নেটাগরিকরা দাবি করেন, ‘একদিন এভাবে জনতা কার্ফু করলে গোষ্ঠী সংক্রমণ কী করে আটকানো যাবে?’ রাজনীকান্তে পোস্টে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অনেক নেটাগরিক দাবি করেন। পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করা হয়। তার পর থেকেই আর পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে যেখানে লিঙ্কটি শেয়ার হয়েছিল, সেই লিঙ্কে ক্লিক করলে দেখাচ্ছে, ‘এই পোস্টটি আর পাওয়া যাচ্ছে না, কারণ এটি টুইটারের নিয়ম ভঙ্গ করেছে।’

Advertisement

আরও পড়ুন: কমছে দূষণ, লকডাউনের মুম্বইয়ের তটের কাছে এসে খেলা করছে ডলফিন

প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর সমর্থনে পোস্ট করেছেন আর এক দক্ষিণী স্টার অভিনেতা কমল হাসানও। তিনিও এই কঠিন সময়ে সবাইকে বাড়িতে থাকতে আবেদন করেছেন। এমনকি, তিনি তাঁর পরিচিত, বন্ধুদের ফোন করে জনতা কার্ফুর সময় বাড়িতে থাকতে বলেছেন বলে জানান।

আরও পড়ুন: ‘ডেটলে নষ্ট হবে করোনাভাইরাস’, সোশ্যাল মিডিয়ার দাবি নিয়ে অবস্থান স্পষ্ট করল প্রস্তুতকারী সংস্থা

দেখুন সেই পোস্ট:

প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর ডাকে গোটা দেশই প্রায় স্তব্ধ। খুব প্রয়োজন ছাড়া মানুষ একেবারেই বাইরে বেরচ্ছেন না। রাস্তা-ঘাট, দোকান-বাজার প্রায় শুনশান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement