Tollywood

বাথটাবে শুয়ে শুভশ্রী, ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়লেন নেটিজেনরা!

গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করার পর ফের নেটিজেনদের আলোচনার কেন্দ্রে তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ১৬:১১
Share:

লিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি টুইটার থেকে সংগৃহীত।

টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। পুজোর আগে মুক্তি পেয়েছিল ‘পরিণীতা’। সেই ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ‘পরিণীতা’র সাফল্যের পর তিনি ব্যস্ত ‘ধর্মযুদ্ধ’-এর শুটিংয়ে। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী তিনি। গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করার পর ফের নেটিজেনদের আলোচনার কেন্দ্রে তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই তিনটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ছবিতে শুভশ্রীকে বাথটাবে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। যদিও সেটি স্নানের ছবি নয়। কালো গাউন পরে তিনি শুয়ে রয়েছেন শুকনো বাথটাবে। আসলে ফটোশুটের জন্যই বাথটাবে শুয়ে রয়েছেন শুভশ্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের ছবি নিয়মিত ভাবেই দিয়ে থাকেন শুভশ্রী। তাঁর ভক্তরাও সেই পোস্টে নিজেদের কথা ব্যক্ত করেন। বাথটাবে শুভশ্রীকে শুয়ে থাকতে দেখে কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে পোস্টগুলি। দেখুন সেই ছবিগুলি-

Advertisement

🧜🏻‍♀️🧜🏻‍♀️ @somnath_royimage @sayantadhali @gini_love21 @thankgod_itsfashion @sizaa92 @you_know_whoweare

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

আরও পড়ুন: মুক্তি পেল শাহরুখ কন্যার প্রথম সিনেমা, সুহানার অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা

আরও পড়ুন: ছোটবেলায় কেমন নাচতেন হৃতিক? দেখুন ভিডিয়ো

And the last one from the series 🥰🧜🏻‍♀️

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement