Neha Dhupia

সমুদ্রের ধারে অঙ্গদের সঙ্গে রোদ মাখছেন নেহা! দেখুন সেই সব ছবি

বিকিনি পরে অঙ্গদের সঙ্গে খুনসুটিতে মজেছেন ৩৮ বছরের এই বলিউড অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ১৯:১৯
Share:

স্বামী অঙ্গদের সঙ্গে নেহা ধুপিয়া। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া গত বছর বিয়ে করেছেন অঙ্গদ বেদিকে। তার পর বিভিন্ন কারণে খবরে এসেছেন এই দম্পতি। সম্প্রতি তাঁদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ছবিতে বিকিনি পরে অঙ্গদের সঙ্গে খুনসুটিতে মজেছেন ৩৮ বছরের এই বলিউড অভিনেত্রী।

Advertisement

ছুটি কাটাতে অঙ্গদ ও নেহা গিয়েছেন মলদ্বীপে। তাঁদের সেই সময় কাটানোর ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার পোস্ট করেছেন নেহা। সেই ছবিতে নেহাকে দেখা যাচ্ছে লাল-সাদা ববি প্রিন্টের বিকিনিতে। সেই পোশাক পরে স্বামী অঙ্গদের সঙ্গে সেলফি তুলছেন নেহা। আর দু’জনের চোখেই ম্যাচিং সানগ্লাস। এ ভাবেই মলদ্বীপে বসে গায়ে রোদ মাখছেন হাই প্রোফাইল এই দম্পতি।

সেই ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘উইকএন্ডে সমুদ্রের ধারে কাটছে সময়।’ আর রবিবার এই ছবি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি লোক দেখে ফেলেছেন নেহাদের ছুটি কাটানোর সেই ছবিগুলি।

Advertisement

Casually getting into the weekend and into the ocean... 🌊🏖🐬 @centaragrandmaldives #maldives

A post shared by Neha Dhupia (@nehadhupia) on

আরও পড়ুন: কলম্বিয়াই বুঝতে শিখিয়েছিল আমি অভিনেত্রী হতে চাই: সারা

আরও পড়ুন: ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়িকার তালিকায় নেই কোনও ভারতীয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement