Viral

না জেনে আলিয়ার ছবি টুইট হার্সল গিবসের, জবাব দিলেন অভিনেত্রীও

ছবিতে দেখা যাচ্ছে আলিয়া ভট্টের ছবি থেকে ‘হার্ট’-এর চিহ্ন উড়ে যাচ্ছে। এই পোস্টের পর একজন মন্তব্য করেন,‘‘আপনি কি আলিয়াকে চেনেন?’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ২০:৪৮
Share:

ছবি: সংগৃহীত

না চিনেই টুইটারে আলিয়ার ছবি ব্যবহার!আর তাতেই অভিনেত্রীর কাছে বাউন্ডারি দেখলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্সল গিবস। নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে আলিয়ার ছবি দেওয়া একটি জিফ ফরম্যাটের ছবি পোস্ট করে বসেন গিবস। বিষয়টি ভাইরাল হওয়ার পর নজরে আসে আলিয়ারও। তিনিও গিবসকে জবাব দেন।

Advertisement

হার্সল গিবসের ২৬ অগস্টের একটিপোস্ট টুইটারের অফিসিয়াল হ্যান্ডল থেকে লাইক করা হয়। আর তাতেই ভীষণ খুশি হয়ে আলিয়ার ছবি দিয়ে তৈরি একটি জিফ শেয়ার করেন গিবস। সঙ্গে গিবস লেখেন, ‘‘টুইটার যখন আপনার টুইট লাইক করে, তখন যেমন অনুভূতি হয়।’’

ওই ছবিতে দেখা যাচ্ছে আলিয়া ভট্টের ছবি থেকে ‘হার্ট’-এর চিহ্ন উড়ে যাচ্ছে। এই পোস্টের পর একজন মন্তব্য করেন,‘‘আপনি কি আলিয়াকে চেনেন?’’

Advertisement

হার্সল গিবস জবাবে লেখেন, ‘‘এই মহিলা কে, সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই।’’ তার পরেই তিনি আরও একটি টুইট করেন, সেখানে তিনি আলিয়াকে ট্যাগ করে লেখেন, ‘‘আমি জানতাম না আপনি একজন অভিনেত্রী। তবে জিফ-টি খুব সুন্দর।’’

আরও পড়ুন : চুম্বন মেলানিয়া-ট্রুডোর, মাথা নিচু ট্রাম্পের, টিপ্পনি সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন : ২০ হাজার ফুটবল মাঠের সমান পাথর ভেসে বেড়াচ্ছে সমুদ্রে, ধরা পড়ল নাসার উপগ্রহে

গিবসের ওই টুইটে রিপ্লাই করেন আলিয়া ভট্ট। সেখানেআম্পায়ারের ‘বাউন্ডারি’ দেখানো ভঙ্গিতে গিবসকে উত্তর দেনআলিয়া। এই মজার টুইট যুদ্ধে অংশ নিয়েছেন নেটিজেনরাও। তাঁরাও সব মজার মজার জিফ পোস্ট করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement