Mouni Roy

বিকিনি পরে মৌনি রায়ের ‘হ্যাপি হ্যাপি’ ছবিতে ১৬ ঘণ্টায় সাড়ে ছয় লক্ষ লাইক!

বড়দিনের ছুটির আমেজ। পারদ পতনের জেরে ঠান্ডাও রয়েছে ভালই। এই শীতের আমেজেই ফের উষ্ণতা ছড়ালেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১২:০৩
Share:

মৌনি রায়। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

বড়দিনের ছুটির আমেজ। পারদ পতনের জেরে ঠান্ডাও রয়েছে ভালই। এই শীতের আমেজেই ফের উষ্ণতা ছড়ালেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।

Advertisement

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বুধবার তিনি পোস্ট করেছেন চারটি ছবি ও একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো। আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়েছে সেই সব ছবি, ভিডিয়ো। মৌনি রায়ের সেই পোস্টে লাইক পড়েছে প্রায় সাড়ে ছ’লক্ষ।

সেই ছবিতে মৌনিকে দেখা যাচ্ছে, লাল রঙের বিকিনিতে। তার উপরে তিনি পরেছেন লাল রঙেরই পাতলা রোব। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিচ ডে=হ্যাপি হ্যাপি’। দেখুন সেই পোস্ট—

Advertisement

Sometimes music makes me arch my back & dance the hell out even without a dance floor .... Beach day = happy happy

A post shared by mon (@imouniroy) on

তবে মৌনি রায়ের বিকিনি পরিহিত ছবি নেটদুনিয়ায় নতুন কিছু নয়। প্রায়শই তিনি বিকিনি পরে ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। গত সেপ্টেম্বরেই গোয়ায় ছুটি কাটাতে গিয়ে পোস্ট করেছিলেন বিকিনির ছবি। দেখুন সেই পোস্ট—

A warm cup of paradise .... #birthdayescape @discoversoneva

A post shared by mon (@imouniroy) on

Wonderlanding 💗 @discoversoneva

A post shared by mon (@imouniroy) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement