Vikrant Massey

Vikrant Massey-Sheetal Thakur: হিমাচলের পাহাড়ে লাল লহেঙ্গা, সাদা শেরওয়ানি পরে বিয়ে করলেন শীতল-বিক্রান্ত, দেখুন ছবি

  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি বিয়ে করলেন বিক্রান্ত-শীতল।
  • হিমাচলপ্রদেশে বিয়ে হল দুই তারকার।
  • বিয়ের ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২০
Share:

বিয়ে হল শীতল ঠাকুর এবং বিক্রান্ত মাসের।

শুক্রবার বিয়ে করলেন বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর। পরিবার এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে হিমাচলপ্রদেশে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বলে খবর সর্বভারতীয় সংবাদমাধ্যমের। হিমাচলি কন্যার সঙ্গে বিক্রান্তের বিয়ের ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে।

Advertisement

বিয়ের মণ্ডপে বর-কনে। লাল লহেঙ্গা এবং ওড়নায় সেজেছেন শীতল। সাদা রঙের শেরওয়ানি পরেছেন ‘ছপক’-এর নায়ক। এ ছাড়াও পাপারাৎজিদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গায়ে হলুদের কিছু ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, সাদা গেঞ্জি পরে নিজের হবু-স্ত্রীর সঙ্গে নাচে মেতেছিলেন বিক্রান্ত। শীতলের গায়ে ছিল হালকা হলুদ রঙের লহেঙ্গা।

বলিউডে গুঞ্জন, প্রেম দিবসেই আইনি বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। তারকা যুগল ইতিমধ্যেই নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন। এক ছাদের তলায় থাকেন তাঁরা। বিয়ের পরিকল্পনা করছিলেন গত বছর থেকেই। এ বারে সাতপাক ঘুরলেন দীর্ঘ দিনের প্রেমিকা শীতলের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement