Jisshu Sengupta

Jisshu-Vidya: যিশুকে বাংলায় শুভেচ্ছা বন্ধু বিদ্যার, ‘বাবা বেবি ও…’-তে মুগ্ধ ‘শেরনি’

রবিবার মুক্তি পেয়েছে যিশুর ‘বাবা বেবি ও…’-র প্রচার ঝলক। ‘শকুন্তলা’ ছবির সহকর্মীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৫:০৮
Share:

‘শকুন্তলা’ ছবির দৃশ্যে যিশু এবং বিদ্যা।

পর্দায় তাঁরা স্বামী-স্ত্রী। হয়েছিল বিচ্ছেদও। কিন্তু সে সবই চিত্রনাট্যের তাগিদে। ক্যামেরার সামনে। বাস্তবে তাঁরা সহকর্মী। বলা ভাল বন্ধু। যিশু সেনগুপ্ত এবং বিদ্যা বালন।

দুই তারকার সুসম্পর্কের প্রমাণ মিলল আরও একবার। রবিবার মুক্তি পেয়েছে যিশুর ‘বাবা বেবি ও…’-র প্রচার ঝলক। ‘শকুন্তলা’ ছবির সহকর্মীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। টুইট করে বিদ্যা লিখেছেন, ‘যিশু, আমি নিশ্চিত মানুষ এই ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে আসবেন। আমার শুভেচ্ছা রইল। অনেক আদর।’

বাংলা ছবির সঙ্গে বিদ্যার সম্পর্ক আজকের নয়। ২০০৩ সালে গৌতম হালদার পরিচালিত ভাল থেকো ছবিতে কাজ করেছিলেন তিনি। ভাল বাংলাও বলতে পারেন পর্দার সিল্ক স্মিতা। ‘বাবা বেবি ও…’ নিয়ে বাংলা হরফে লিখেছেন, ‘প্রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান... বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান।’

Advertisement

৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দুই যমজ সন্তানকে একা হাতে বাবা কী ভাবে সামলাবে, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প। বাড়তি পাওনা যিশু এবং শোলাঙ্কি রায়ের প্রেম-অপ্রেমের রেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement