Vidya Balan

পরিবেশের হাত ধরে

বেড়ানোর মাঝেই পরিবেশ ভাল রাখার কাজে এগিয়ে গেলেন বিদ্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০০:১০
Share:

—ফাইল চিত্র।

বিবাহবার্ষিকী উদ্‌যাপন করতে স্বামী সিদ্ধার্থ রায় কপূরের সঙ্গে হিমাচল প্রদেশের পালমপুর বেড়াতে গিয়েছেন বিদ্যা বালন। গত ১৪ ডিসেম্বর ছিল তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিকে কেন্দ্র করে ছুটি কাটাতেই তাঁরা চলে গিয়েছেন পালমপুর। কিন্তু বেড়ানোর মাঝেই পরিবেশ ভাল রাখার কাজে এগিয়ে গেলেন বিদ্যা। পাহাড়ে হাইকিংয়ে বেরিয়ে আবর্জনা ও প্লাস্টিকের বর্জ্য দেখে অবাক অভিনেত্রী। পাহাড়ের মতো এত সুন্দর জায়গা নোংরা কেন থাকবে? প্রশ্ন জাগে তাঁর মনে। এর পরে বর্জ্য পরিষ্কার করার কাজে তিনি নিজেই হাত লাগান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্লাস্টিক বোতল, প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন এবং ঠিকমতো তা ডিসপোজ় করেন। বরাবরই সমাজ ও পরিবেশের সমস্যা নিয়ে সরব অভিনেত্রী, এ বার নিজেই এগিয়ে গেলেন। বিদ্যার মতে, তিনি ভাল কাজ করতে চান, তার জন্য এটা ছোট পদক্ষেপ। ছুটি কাটিয়ে ফেরার পরে আবার তাঁর আগামী ছবি ‘শেরনি’-র শুটিং শুরু করে দেবেন বিদ্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement