নির্মলা মিশ্র।
বার্ধক্যজনিত একাধিক সমস্যায় আক্রান্ত প্রবীণ গায়িকা নির্মলা মিশ্র। আচমকাই রক্তচাপ কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে শনিবার রাত ১০টায় তাঁকে ভর্তি করা হয় সাদার্ন অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে। শিল্পীর ভাইপো দিলীপ মিশ্র আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছিলেন, ‘‘পিসির অবস্থা স্থিতিশীল।’’
রবিবার তাঁর শারীরিক অবস্থা প্রসঙ্গে দিলীপবাবুর বক্তব্য, ‘‘নতুন করে অবস্থার অবনতি হয়নি তাঁর। অল্প কথাও বলেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দিন দুই আগেই মাইল্ড অ্যাটাক হয়ে গিয়েছে পিসির। প্রস্রাবে সংক্রমণ মিলেছে। রবিবার তাঁর সিটি স্ক্যান এবং কোভিড টেস্ট হয়েছে। সম্ভবত আগামিকাল সমস্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।’’
অতিমারি পরিস্থিতির জন্যই আপাতত পরিবারের সদস্যদেরও যেতে দেওয়া হচ্ছে না শিল্পীর কাছে। চিকিৎসকদের মতে, কোভিড রিপোর্ট দেখে তবে শিথিল হবে এই বিধিনিষেধ।
আরও পড়ুন: মহেশ বাবুকে কেন ‘বিগ ব্রাদার’ বললেন রণবীর?
বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী নির্মলা। ‘ও তোতাপাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘বল তো আরশি তুমি মুখটি দেখে’-র মতো একাধিক জনপ্রিয় গান শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগেও স্বকীয়তায় উজ্জ্বল ছিলেন শিল্পী।
আরও পড়ুন: প্রয়াত দেবীদাস ভট্টাচার্য, করোনার সঙ্গে লড়াই থেমে গেল পরিচালকের