Singer Vani Jairam Death

৭৮ বছর বয়সে প্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম

প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। মৃত্যুর সময়ে বয়স হয়েছিল ৭৮। চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ গায়িকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৬
Share:

প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। — ফাইল চিত্র।

প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। ৭৮ বছর বয়সে প্রয়াণ প্রবীণ সঙ্গীতশিল্পীর। দিন কয়েক আগেই পদ্মভূষণ পান সঙ্গীতশিল্পী। শনিবার চেন্নাইয়ে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকা। ৪ ফেব্রুয়ারি চেন্নাইয়ের নুনগামবাক্কামের নিজের বাসভবনে উদ্ধার করা হয় সঙ্গীতশিল্পীর নিথর দেহ। এখনও জানা যায়নি মৃত্যুর কারণ। গায়িকার স্বামী জয়রাম প্রয়াত হন ৩ বছর আগে, ২০১৮ সালে। কী ভাবে মৃত্যু হল সঙ্গীতশিল্পীর, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

চেন্নাইয়ে ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ কলিবাণী পরিবারে জন্ম বাণী জয়রামের। বাবা দুরাইসামি আইয়েনগর, মা পদ্মাবতী। ১৯৭১ সালে প্রথম প্লেব্যাক বাণী জয়রামের। জয়া বচ্চন অভিনীত ‘গুড্ডি’ ছবিতে প্রথম তাঁর গান গাওয়া। ১৯টি ভাষায় প্রায় ১০ হাজার গান গেয়েছেন প্রবীণ এই সঙ্গীতশিল্পী। চলতি বছরের ২৬ জানুয়ারি ভারত সরকারের দ্বারা পদ্মভূষণ সম্মান প্রাপ্ত হন বাণী জয়রাম। সেই সম্মানস্মারক হাতে পাওয়ার আগেই অকস্মাৎ মৃত্যু সঙ্গীতশিল্পীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement