ছেলে নির্দোষ প্রমাণিত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন জ়ারিনা ওয়াহাব। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় সম্প্রতি আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন সূরজ পাঞ্চোলি। বেকসুর খালাস হওয়ার পর সমাজমাধ্যমে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সূরজ। এমনকি, অভিনেতাকে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও দেখা যায়। কিন্তু ছেলেকে নিয়ে মা জ়ারিনা ওয়াহাব কিন্তু কোনও মন্তব্য করেননি। এই প্রথম একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
দশ বছর পর মামলার নিষ্পত্তি হল। ছেলের এই কঠিন লড়াই নিয়ে জ়ারিনা বলেন, ‘‘আমার ছেলের মুখে আবার হাসি ফিরে এসেছে। বিগত দশ বছর ন্যায়ের অপেক্ষায় দিনের পর দিন মিথ্যাকে বহন করেছে আমার পরিবার।’’ এই প্রসঙ্গেই জ়ারিনা সমাজের অন্যান্য লড়াকু মায়েদের প্রতি তাঁর মনোভাব ব্যক্ত করেছেন। অভিনেত্রীর কথায়, ‘‘কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে যে ছেলেদের আটকে রাখা হয়েছে তাঁদের মায়ের প্রতি আমার সমবেদনা জানাতে চাই। আমি যে দুর্ভোগ সহ্য করেছি, কোনও মাকে যেন তার মধ্যে দিয়ে যেতে না হয়।’’
২০১৩ সালের ৩ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন ‘নিঃশব্দ’ ছবির অভিনেত্রী জিয়া খান। যেহেতু আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলির সঙ্গেই সম্পর্কে ছিলেন অভিনেত্রী, তাই অভিযোগের আঙুল ছিল তাঁর দিকেই। ২০১৪ সাল থেকে জিয়া খানের আত্মহত্যা মামলায় অভিযুক্ত সূরজ পাঞ্চোলি। বিগত বছরগুলোয় তাঁর পারিবারিক অবস্থা বর্ণনা করতে গিয়ে জ়ারিনা বলেন, ‘‘কোন দোষ না করেই বাড়ির ছেলেকে যদি মামলা লড়তে হয়, তা হলে সেই পরিবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আমার ছেলে কী এমন দোষ করেছিল যে ওকে ১০ বছর ভুগতে হল।’’
ভাল রাঁধুনি হিসেবে ঘনিষ্ঠমহলে বিশেষ সুখ্যাতি রয়েছে জ়ারিনার। তিনি জানিয়েছেন, সূরজের জন্য এখন ভাল কিছু রান্না করতে চান। কারণ জ়ারিনার কথায়, ‘‘গত ১০ বছরে একটা দিনও ও ভাল করে খায়নি। এ বার ওর নতুন জীবন শুরু করার পালা।’’