varun dhawan

Varun Dhawan: বড় সুযোগ বরুণের

গত অগস্টের শেষে ব্রিটেনে সিরিজ়ের শুটিং করার ফাঁকে ছবি পোস্ট করছিলেন অভিনেত্রী। রিচার্ড ম্যাডেনও রয়েছেন তাঁর সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩২
Share:

বরুণ

ডিজিটালের পথে পা বাড়ালেন বরুণ ধওয়নও। তা-ও আবার এক নামী আন্তর্জাতিক সিরিজ়ের দেশজ ভার্শনে। অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োর সিরিজ় ‘সিটাডেল’-এর ইন্ডিয়ান স্পিন-অফে দেখা যাবে বরুণকে। সিরিজ়ের স্থানীয় প্রযোজনাটির পরিচালনা করবেন রাজ অ্যান্ড ডিকে জুটি, মুখ্য চরিত্রে বরুণ। ওয়েব প্ল্যাটফর্মে এটিই হতে চলেছে তাঁর প্রথম কাজ। এ দেশ ছাড়াও ইটালি, মেক্সিকোর বিভিন্ন অংশে চলবে শুটিং, যা শুরু হবে আগামী বছর। এ দিকে মূল আমেরিকান সিরিজ়টির স্ট্রিমিং শুরু হয়ে যাবে আগামী বছরের জানুয়ারিতেই। মূল সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া। গত অগস্টের শেষে ব্রিটেনে সিরিজ়ের শুটিং করার ফাঁকে ছবি পোস্ট করছিলেন অভিনেত্রী। রিচার্ড ম্যাডেনও রয়েছেন তাঁর সঙ্গে। সেই সিরিজ়টির পরিচালনার দায়িত্বে রয়েছেন রুসো ব্রাদার্স (অ্যান্থনি এবং জো রুসো)।

Advertisement

বরুণ অভিনীত দেশীয় স্যাটেলাইট সিরিজ়টির কাহিনিতে স্বকীয়তা বজায় রাখা হলেও মূল সিরিজ়ের কাহিনির প্রসঙ্গও আনা হবে সেখানে। বরুণ ছাড়া আর কোন অভিনেতারা থাকবেন ‘সিটাডেল’-এর এই ভার্শনে, তার ঘোষণা করা হবে খুব শিগগিরই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement