বরুণের বিয়ে

প্রথমে গোয়ায় বিচ ওয়েডিং শোনা গেলেও, এখন বলা হচ্ছে জোধপুরে ডেস্টিনেশন ওয়েডিং করবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ০০:০৩
Share:

বরুণ-নাতাশা

এই বছরের শেষে বা আগামী বছরের গোড়ার দিকে প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধওয়ন। এটা নিশ্চিত। তবে কবে ও কোথায়, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। প্রথমে গোয়ায় বিচ ওয়েডিং শোনা গেলেও, এখন বলা হচ্ছে জোধপুরে ডেস্টিনেশন ওয়েডিং করবেন তিনি।

Advertisement

তিন দিন ধরে হিন্দু রীতি রেওয়াজ মেনেই বিয়ের সব অনুষ্ঠান পালন করা হবে। তার জন্য মেহেরানগড় দুর্গেও বুকিং করা হয়েছে বলে খবর। বিয়ের অনুষ্ঠানে পাপারাৎজ়ির প্রবেশাধিকার থাকবে না। পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধু উপস্থিত থাকবেন। বিয়ের অনুষ্ঠানে আলিয়া ভট্ট, অর্জুন কপূর, কর্ণ জোহর ও ডিজ়াইনার কুণাল রাওয়ালের থাকার কথা। বিয়ের এক সপ্তাহ পরে মুম্বইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বড়সড় পার্টি দেওয়া হবে বলেও শোনা গিয়েছে।

এখন বাবা ডেভিড ধওয়নের পরিচালনায় ‘কুলি নাম্বার ওয়ান’-এর শুট করছেন বরুণ। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শুটিং শেষ হওয়ার কথা। যদি না হয়, তবে বিয়ের তারিখ আগামী বছরে পিছোবে। তবে বিয়ের স্থান বদলাবে না বলেই জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement