Varun Dhawan

শাদি মুবারক! শুনে কী বললেন বরুণ ধবন

বিয়ের শুভেচ্ছা বার্তা পেয়ে বরুণ যা করলেন, তাতে ঘাবড়ে গেলেন প্রশ্নকর্তা ফটোশিকারিই

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২১:৫৪
Share:

বরুণ ধবন।

গুজব বলছে, দু’দিন বাদেই বিয়ে। তাই সামনে পেয়ে ফটোশিকারিরা বিয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন বরুণ ধবনকে। বলেছিলেন, ‘শাদি মুবারক’! জবাবে মুচকি হাসলে, মাথা নাড়লে বা লজ্জা পেলেই গুজবকে সত্যি বলে মেনে নেওয়া যেত। কিন্তু, বরুণ ধবন সেই ফাঁদে পা দিলেন না। পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। ফলে আগামী ২৪ জানুয়ারি আলিবাগের ‘দ্য ম্যানসন হাউজ’-এ বরুণ আর নতাশা দলালের বিয়ের আসর বসছে কি না, তা নিয়ে কুয়াশা কাটল না।

Advertisement

উল্টে বিয়ের শুভেচ্ছা বার্তা পেয়ে বরুণ যা করলেন, তাতে ঘাবড়ে গেলেন প্রশ্নকর্তা ফটোশিকারিই।

কী বললেন বরুণ?

Advertisement

শুভেচ্ছা পেয়েই এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ‘কী বলছিস, তোর বিয়ে হয়ে গেছে?’ জবাবে দ্রুত বরুণের ভুল শুধরোতে যান প্রশ্নকর্তা। ‘আমার নয়, আপনার কথা বলছি’— বলেন তিনি। কিন্তু, বরুণ যেন মাতৃভাষাও বুঝতে পারছেন না। ফের জানতে চান, ‘তোর বিয়ে হয়ে গেছে? বাচ্চাও হয়ে গেছে! অভিনন্দন!’

বরুণের হাবভাব দেখে চুপ করে যান ছবি শিকারিরা। তবে বরুণ তারপরও থামেননি। চেনা ফটোশিকারির নাম ধরে জানতে চান, ‘তুই আবার বিয়ে করছিস, মনোজ?’

বরুণ-নতাশার বিয়ে নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছে ধবন পরিবার। আলিবাগে বরুণ-নতাশার বিয়ের আসর নিয়ে তাই রোজই তৈরি হচ্ছে জল্পনার পাহাড়। বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে নিত্য নতুন তথ্য। তার মধ্যেই চলছে বরুণ ধবনের অস্বীকার পর্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement