Varun Dhawan

নিয়ম মেনে বিয়ে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ০৪:৪৭
Share:

বরুণ-নাতাশা

ইতিমধ্যেই সপরিবার আলিবাগে পৌঁছে গিয়েছেন বরুণ ধওয়ন ও নাতাশা দালাল। রবিবার চার হাত এক হবে। তবে বিয়ের ভেনুতে ফোন ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করেছেন ডেভিড ধওয়ন। ওয়েডিং প্ল্যানার ও ভেনুর স্টাফ ফোন ব্যবহার করতে পারবেন না। আমন্ত্রিতদেরও নাকি ফোনে ছবি না তোলার অনুরোধ করা হয়েছে। আলিবাগের যে বাংলোয় বিয়ে হতে চলেছে, তার চারপাশেও সুরক্ষার ব্যবস্থা করেছে ধওয়ন পরিবার। কোভিড সুরক্ষাবিধি মেনে অতিথিতালিকাও খুব বড় নয়। আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে জনা পঞ্চাশেক অতিথি থাকবেন বিবাহবাসরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement