পর্দার বাইরের জীবনেও মহা বিড়ম্বনায় ‘জুন আন্টি’

‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তীর পর্দার বাইরের জীবনেও মহা বিড়ম্বনা! 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share:

সিরিয়ালে ঊষসী

তাঁর অভিনয়ের জোরেই ‘রিল লাইফ’ আর ‘রিয়্যাল লাইফ’ মিলেমিশে একাকার। রাস্তাঘাট, কোনও অনুষ্ঠান বাড়িতে অকারণেই তাঁকে গাদাখানেক খারাপ কথা শুনতে হচ্ছে। কেউ কেউ ‘খারাপ মেয়ে’ ভেবে তাঁকে এড়িয়ে যাচ্ছেন। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তীর পর্দার বাইরের জীবনেও মহা বিড়ম্বনা!

Advertisement

একরাশ হতাশা নিয়ে ঊষসী বলছিলেন, ‘‘আমাকে এত খারাপ কথা শুনতে হচ্ছে, নিজেরই অস্বস্তি লাগছে। কোনও বিয়েবাড়ি গিয়েছি, সেখানে লোকজন আমাকে চারটে খারাপ কথা শুনিয়ে দেয়। অনেকে আমার বন্ধুবান্ধবকে সাবধান করে বলে, আমার মতো খারাপ মেয়ের সঙ্গে কেন যোগাযোগ রাখছে ওরা? পর্দার আমি, আর বাস্তবের আমি এক নাকি? কে বোঝাবে ওদের?’’

এর সঙ্গেই ঊষসী যোগ করেন, ‘‘এক দিক থেকে ভাবতে ভালই লাগে। আমার অভিনয়ের জোরে ‘জুন’ চরিত্রটা এতটাই রিয়্যাল হয়ে উঠেছে সকলের কাছে যে, পর্দা ও তার বাইরের জগৎ তাদের কাছে গুলিয়ে গিয়েছে। তবে খারাপ কথা কেন শুনব? সিএএ বিরোধী প্রতিবাদের মঞ্চেও পোস্টার দেখলাম, ‘অমিত শাহ, তুমি জুন আন্টির চেয়েও খারাপ।’ কী কাণ্ড!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement