Urvashi Rautela

‘নাচের সময় বুঝতেই পারিনি’, ‘দাবিডি দিবিডি’ নাচ অশালীন তকমা পেতেই বললেন উর্বশী

‘দাবিডি দিবিডি’ গানে নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। প্রবল সমালোচনায় কী বললেন উর্বশী রাউতেলা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩
Share:
নাচ নিয়ে প্রবল সমালোচনায় মুখ খুললেন উর্বশী রাউতেলা।

নাচ নিয়ে প্রবল সমালোচনায় মুখ খুললেন উর্বশী রাউতেলা। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

বেশ কয়েকদিন ধরেই প্রচারে রয়েছেন উর্বশী রাউতেলা। নেপথ্যে তাঁর ছবি ‘ডাকু মহারাজ’। উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার ভাইরাল সমাজমাধ্যমে। ছবির প্রচারে তিনি এমনই একরোখা, যে প্রশ্নই করা হোক উর্বশী উত্তর দেন নিজের ছবিকে কেন্দ্র করেই। বক্স অফিসে ছবি নাকি সফল হয়েছে, এমনই দাবি প্রযোজকদের। উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তাঁর ছবি। যদিও এই ছবির ‘দাবিডি দিবিডি’ নাচের জন্য প্রবল রোষের মুখে পড়তে হয় নায়িকাকে। উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের ‘দাবিডি দিবিডি’ গানে নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। কী ভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়? গান মুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটপাড়ার একটা বড় অংশ।

Advertisement

এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে। যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য এলে তার কাঁটাছেড়া হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। যদিও দিন কয়েক যেতে না যেতেই মত বদল অভিনেত্রীর। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এই নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল।” এক ধাপ এগিয়ে উর্বশী দাবি করেছেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজ ভাবে গ্রহণ করতে পারেননি। তিনি বলেন, “আমি বুঝতেই পারিনি নাচটা এ ভাবে দেখবেন দর্শক। একটা দল হিসাবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।’’

তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘‘ওঁর মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দু’জনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। ওঁর সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement