Saif Ali Khan Stabbed Case

ছন্দে ফেরার চেষ্টায় পটৌদী পরিবার, সইফ সুস্থ হতেই শুটিংয়ে নবাব-পত্নী করিনা

সদ্য নিজের উপর হামলা নিয়ে মুখ খুলেছেন সইফ আলি খান। যা নিয়ে সংবাদমাধ্যম তোলপাড়। এ বার শুটিংয়ে ফিরলেন করিনা কপূর খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১
Share:
কাজে ফিরলেন করিনা কপূর খান।

কাজে ফিরলেন করিনা কপূর খান। ছবি: ফেসবুক।

আগের তুলনায় ভাল আছেন সইফ আলি খান। সদ্য লীলাবতী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসেছেন। সংবাদমাধ্যমে মুখ খুলেছেন নিজের উপরে ঘটে যাওয়া হামলা নিয়ে। এর আগে নিজের ছবির প্রচারও সেরেছেন সইফ। নবাব পরিবার ক্রমশ ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। মঙ্গলবার শুটিংয়ে ফিরলেন করিনা কপূর খানও। বন্দি হলেন ছবিশিকারিদের ক্যামেরায়। মেকআপ ভ্যানে ঢুকছেন, অভিনেত্রী— সে ছবি এই মুহূর্তে ছয়লাপ সমাজমাধ্যমে। অনুরাগী থেকে সহ-অভিনেতা— প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

Advertisement

ধূসর সোয়েট শার্ট, কালো জিন্স আর রোদচশমায় দ্যুতিময় করিনা। হাসিমুখে নবাব-পত্নী ছবিশিকারিদের ক্যামেরার সামনে দাঁড়ান। ‘খান’দানের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তাঁদের। তার পর মেকাপ ভ্যানে উঠে যান। এ দিনও করিনাকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা।

১৬ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পটৌদী পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাঁকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না করিনা। সইফের কথা অনুযায়ী, অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সকলকে ডাকছিলেন। যদি কেউ এসে সইফকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পড়শিরা নাকি ঘুমে অচৈতন্য! কেউ করিনার ডাক শুনতে পাননি। পরিবারের সকলকে আতঙ্কিত দেখে শেষে হাল ধরেন সইফ। তিনি করিনা-তৈমুরকে আশ্বস্ত করে বলেন, “তোমরা চিন্তা কোরো না। ঠিক আছি। আমি মরব না!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement