Urvashi Rautela

ঋষভ পন্থের সঙ্গে প্রেমের গুঞ্জন, কিন্তু আগামী আড়াই বছর বিয়ের কোনও সম্ভাবনা নেই উর্বশী! কেন?

সম্প্রতি উর্বশীকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে। সাফ জবাব, ‘‘সামনের আড়াই বছর বিয়ে করার সম্ভবই না আমার পক্ষে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:০৫
Share:

ঋষভের সঙ্গে একদা প্রেমের গুঞ্জন, এখনই বিয়ে সম্ভব নয় উর্বশীর। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে এই মুহূর্তে ভাইরাল অভিনেত্রী উর্বশী রৌতেলা। সম্প্রতি তাঁর ছবি ‘ডাকু মহারাজ’ মুক্তি পেয়েছে। সর্বত্রই ছবির প্রচার করছেন উর্বশী। নেটমহলের দাবি প্রশ্ন যা-ই হোক, উর্বশী নাকি এই মুহূর্তে নিজের ছবির প্রচার ব্যতীত কোনও উত্তর দিতে পারছেন না। আবার মাঝেমধ্যে এমন সব জবাব দিচ্ছেন তাই নিয়ে হাসির রোল নেটপাড়ায়। তবে এ সবে কান দিচ্ছেন না উর্বশী। তিনি তাঁর মতোই রয়েছেন। সম্প্রতি উর্বশীকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে। তাঁর সাফ জবাব, ‘‘সামনের আড়াই বছর বিয়ে করার সম্ভবই না আমার পক্ষে।’’

Advertisement

এক সময় শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেটদলের উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং উর্বশী রওতেলার ‘সম্পর্ক’ রয়েছে। কিন্তু দু’জনের কেউই সেটা স্বীকার করেননি। যদিও বিভিন্ন সময় বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন তাঁরা। তবে ঋষভ অসুস্থ হতেই তাঁকে দেখতে গিয়েছিলেন উর্বশীর মা। ক্রিকেট তারকার পথ দুর্ঘটনার সময় তাঁর আরোগ্য কামনা করেন অভিনেত্রী। যদিও ঋষভ ছাড়া আর কারও সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়নি। বিয়ের ইচ্ছে রয়েছে উর্বশীর, কিন্তু বিয়ে হচ্ছে না।

কারণ, তাঁর জীবনে এই মুহূর্তে নাকি ‘কাটনি যোগ’ চলছে। আসলে জ্যোতিষে বিশ্বাস করেন উর্বশী, সেই অনুযায়ী এই যোগ চলাকালীন বিয়ে না করাই উচিত। উর্বশীর কথায়, ‘‘আগামী আড়াই বছর বিয়ে করতে পারব না। এই মুহূর্তে আমার কাটনি যোগ চলছে। সেই কারণে এখন বিয়ে নিয়ে ভাবছি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement