Ranbir Kapoor

Ranbir Kapoor-Alia Bhatt: ফের নতুন জল্পনা, রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু ১৪ এপ্রিলেই, বলছে বলিপাড়ার খবর

রণবীর কপূর-আলিয়া ভট্ট অবশ্য এ নিয়ে নিশ্চুপ। মুখে কুলুপ পরিবারেরও। ইতিমধ্যেই চাউর হয়েছে, ১৭ এপ্রিল সাত পাক ঘুরতে চলেছেন টিনসেল নগরীর এই চর্চিত তারকা-যুগল। এ বার শোনা গেল, বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে ১৪ এপ্রিল থেকেই! ঠিকানা চেম্বুরের পারিবারিক বাংলো। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:০৪
Share:

সাত পাকের অপেক্ষায় রণবীর-আলিয়া

তাঁদের বিয়ে নিয়ে বলিউড জুড়ে শোরগোল। তাঁরা নিজেরা, রণবীর কপূর-আলিয়া ভট্ট অবশ্য এ নিয়ে নিশ্চুপ। মুখে কুলুপ পরিবারেরও। ইতিমধ্যেই চাউর হয়েছে, ১৭ এপ্রিল সাত পাক ঘুরতে চলেছেন টিনসেল নগরীর এই চর্চিত তারকা-যুগল। এ বার শোনা গেল, বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে ১৪ এপ্রিল থেকেই!

Advertisement

বলি পাড়ার খবর, রণবীর-আলিয়ার বিয়ে উপলক্ষে সেজে উঠছে চেম্বুরে পরিবারের ঐতিহ্যবাহী আরকে বাংলো এবং লাগোয়া বিরাট লন। সেখানেই হবে বিয়ের আয়োজন। পঞ্জাবি রীতি মেনে বিয়ের নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেখানেই। শোনা যাচ্ছে, রণবীরের প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায় এবং করণ জোহর তো বটেই বিয়ের অনুষ্ঠানে সামিল হবেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। শোনা যাচ্ছে অতিথি তালিকায় রয়েছেন রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোনও।

বিয়ে নিয়ে চর্চার ফাঁকেই অবশ্য মিলছে পারিবারিক অশান্তির ইঙ্গিত। পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের এক জন জানিয়েছিলেন, কপূর খানদানের রীতি মেনেই হবে রণবীরের বিয়ে। তাই বাবা-মা ঋষি কপূর-নীতু সিংহের মতো রণবীর-আলিয়াও সাত পাক ঘুরবেন আর কে বাংলোতেই। আর সে কথা নাকি উড়িয়ে দিয়েছেন খোদ ঋষির দাদা রণধীর কপূর।

Advertisement

রণধীরের দাবি, আর কে বাংলোয় রণবীরের বিয়ের অনুষ্ঠান হবে, পরিবারের লোক হয়েও তা নাকি জানা নেই তাঁর। এমন কথায় স্বভাবতই পারিবারিক বিবাদের আঁচ পেয়েছে বলিপাড়া। এর আগেও আর একটি বিষয়ে একই ধরনের ইঙ্গিত মিলেছিল। প্রয়াত ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রচারে এসে সম্প্রতি রণবীর দাবি করেছিলেন, ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিয়েছে তাঁর জেঠু রণধীরের। সে কথারও জোর গলায় প্রতিবাদ করেন বর্ষীয়ান অভিনেতা। বলেন, "আমি ডিমেনশিয়ায় আক্রান্ত নই। রণবীর যা খুশি তাই বলতেই পারে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement