Urfi Javed

Urfi Javed: ঝিনুক দিয়ে কেবল বক্ষ ঢাকা, স্বচ্ছ বসনে নগ্ন উরফি!

বুধবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন উরফি। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তিনি। বক্ষ ঢেকেছেন দু’টি নীল রঙের ঝিনুকে। উরফির লেখা থেকে জানা গিয়েছে, সেই পোশাক তিনি নিজের হাতে তৈরি করেছেন। কোমরে পরেছেন গোলাপি রঙের স্বচ্ছ একটি ওড়না। কিন্তু কোনও অন্তর্বাস পরেননি উরফি জাভেদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৫:১২
Share:

উরফি জাভেদ

নিজের হাতে পোশাক বানানো। সেই পোশাক পরে আত্মবিশ্বাসে ভর করে জমসমক্ষে আসা। কটাক্ষ, কুমন্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া। এ সবের জন্যে এখন এক নামে পরিচিত উরফি জাভেদ। তাঁর পোশাক মানেই নতুন নতুন চমক। অধিকাংশ সময়ে তাঁকে খোলামেলা পোশাকে দেখা যায় বলে কম নিন্দা শুনতে হয় না। তবে এই প্রথম বার নগ্ন হয়ে দাঁড়ালেন ক্যাম‌েরার সামনে।

বুধবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন উরফি। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তিনি। বক্ষ ঢেকেছেন দু’টি নীল রঙের ঝিনুকে। উরফির লেখা থেকে জানা গিয়েছে, সেই পোশাক তিনি নিজের হাতে তৈরি করেছেন। কোমরে পরেছেন গোলাপি রঙের স্বচ্ছ ওড়না। কিন্তু কোনও অন্তর্বাস পরেননি উরফি।

Advertisement

উরফির পোস্টের মন্তব্য বাক্সে অনুরাগীদের প্রশংসার পাশাপাশি নিন্দার ঝড় উঠেছে। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে তিনি অন্তর্বাস না পরেই নগ্ন ভিডিয়ো পোস্ট করেছেন। প্রতি বারের মতো এ বারও বিতর্কের ঝড় তুলেছেন উরফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement