Urfi Javed

Hijab Row: হিজাব বিতর্কে এ বার মুখ খুললেন উরফি জাভেদ, কী বললেন তিনি?

শুক্রবার হিজাব নিয়ে অবস্থান স্পষ্ট করলেন উরফি জাভেদ। বললেন, মেয়েরা কী পরবে, তা তাঁদের স্বাধীনতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৬
Share:

উরফি জাভেদ।

হিজাব বিতর্ক নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন এই বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরার জন্য নেটমাধ্যমে সবসময়ই চর্চায় থাকেন উরফি। অনেক বারই এ নিয়ে নেটমাধ্যমে কটাক্ষেরও শিকার হয়েছেন অভিনেত্রী। হিজাব নিয়ে অবস্থান প্রসঙ্গে শুক্রবার উরফি বলেন, “মেয়েরা কী পরবে, এটা তাদের স্বাধীনতা। আমাদের এত দিনের লড়াই হিজাব পরার বিরুদ্ধে নয়। বরং মেয়েরা যাতে স্বাধীন ভাবে তাঁদের পছন্দমতো পোশাক পরতে পারে, তার পক্ষে। স্কুলে হিজাব পরলে সমস্যা কীসের?”

Advertisement

একইসঙ্গে উরফির প্রশ্ন “সংসদে যদি ইচ্ছেমতো পোশাক পরা যায়, তা হলে অন্য জায়গায় সমস্যা কীসের?”

প্রসঙ্গত, এক সময়ে তাঁর সাজপোশাক নিয়ে প্রশ্নের উত্তরে উরফি বলেছিলেন, ‘‘জিন্‌স পরায় নিষেধাজ্ঞা ছিল। বুক ঢাকতে হত ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে কারও বারণ মানতে রাজি নই আমি।’’

Advertisement

বৃহস্পতিবার বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর বলেন, ‘‘যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাঁদেরই প্রয়োজন। তাঁরা বাড়িতেই পরুন। প্রকাশ্যে হিজাব পরার প্রয়োজন নেই।’’ এই প্রসঙ্গে উরফি বলেন, “আমি কোনও কিছুরই বিপক্ষে নই। আমি তাঁরও বিপক্ষে (প্রজ্ঞা সংসদে যা পরেন), আবার স্কুলে হিজাব পরারও বিপক্ষে নই। আমায় দেখে কি মনে হয় কেউ কোনও রকম পোশাক পরলে আমি তার বিরোধিতা করতে পারি?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement