Urfi Javed

মুখের জায়গায় বলরুমের আলো, বক্ষযুগলেও ঝিলমিল, উরফিই যখন মায়াবী ডিস্কোথেক!

মুখ দেখে যদিও বোঝার উপায় নেই, তবু কাণ্ড-কারখানা দেখেই বোঝা যায় তিনি উরফি। মুখের জায়গায় আঠা দিয়ে আটকানো বলরুমের আলো। আর লজ্জা নিবারণও সেই আলোতেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২০:০৮
Share:

আলোর উৎস উরফি জাভেদ। ফ্রেম জুড়ে তিনিই।

মেরুন রঙের পর্দায় আলোর ফুটকি। সুখিন্দর সিংহের কণ্ঠে বাজছে ‘দরদে ডিস্কো’। সামনে আলোর ঝিলমিল। আলোর উৎস উরফি জাভেদ। ফ্রেম জুড়ে তিনিই। শরীর দুলিয়ে নেচে চলেছেন গানের মাদকতায়। পরনে শুধু জিন্‌স। বাকিটা আলোয় আলো।

Advertisement

মুখ দেখে যদিও বোঝার উপায় নেই, তবু কাণ্ড-কারখানা দেখেই বুঝে গেলেন অনুরাগীরা। তিনি উরফি না হয়ে যান কোথায়! মুখের জায়গায় আঠা দিয়ে আটকানো বলরুমের গোলাকার আলো। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। কেবল বক্ষযুগল আড়াল করেছেন সেই আলোর স্টিকার দিয়েই। সব মিলিয়ে অবাক করা দৃশ্য। কিছুটা অলৌকিকও বটে। সেই রূপেই ভিডিয়ো বানিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন মডেল-তারকা। এ বার আর পোশাকের ভেল্কি নয়, ভূতুড়ে বেশে মাত করলেন বলিউডের ‘ফ্যাশনিস্তা’।

উরফি মানেই চমক। উরফি মানে বিতর্কও। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে খবরের শিরোনামে উঠে আসেন প্রাক্তন ‘বিগ বস’-তারকা। কখনও ব্লেড দিয়ে তৈরি পোশাক পরে ভাইরাল, কখনও তাঁকে লজ্জা নিবারণ করতে দেখা গিয়েছে সেফটিপিনেই। কখনও আবার কাচ কিংবা ছবির পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন উরফি। তবে এ-হেন চমকপ্রদ মূর্তি নিয়ে এর আগে কখনও দেখা যায়নি তাঁকে। ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৩৫ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি। দেখে আঁতকে উঠলেন কেউ কেউ। আবার অনেকেরই তাঁকে দেখে পর্ন-কাণ্ডে ফাঁসা রাজ কুন্দ্রার কথা মনে পড়ল। তিনিও তো এখন মুখোশ পরেই ঘোরেন! তবে কেউ কেউ আবার তারিফ উরফির সৃজনশীলতারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement