Nirmala Mishra

অসুস্থ হয়ে ফের হাসপাতালে নির্মলা মিশ্র

বছর তিনেক আগে ২০১৭-য় শিল্পী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রথম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১২:২৫
Share:

ফের অসুস্থ নির্মলা মিশ্র। —ফাইল চিত্র।

ভাল নেই সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। তাঁর স্বামী প্রদীপ দাশগুপ্তের সঙ্গে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা হলে তিনি বলেন, “গতকাল রাতে খুব অসুস্থ হয়ে যায়। হাসপাতালে ভর্তি করতে বাধ্য হই। অবস্থা ভাল নয়। আপনারা তো সকলেই জানেন, ও অনেক দিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছে”।

Advertisement

‘ও তোতা পাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’-র মতো কালজয়ী বাংলা গানের শিল্পী তিনি। বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে যে সব শিল্পীর গান উৎসব, অনুষ্ঠানে, নিত্যদিন সবার ঘরে রেডিয়ো বা গ্রামোফোনে বেজে উঠত নির্মলা তাঁদের মধ্যে অন্যতম।

৫০ বছরেরও বেশি সময় নির্মলার গানে মজেছিল গত শতকের পাঁচ, ছয়ের দশকের বঙ্গজীবন। বছর তিনেক আগে ২০১৭-য় শিল্পী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রথম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। আবার নতুন করে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন বাংলার শিল্পীমহল, অনুরাগীরা।

Advertisement

আরও পড়ুন: শুটিংয়ে অগ্নিদগ্ধ হয়ে ৭৩টি অস্ত্রোপচার, সঞ্জয়ের অত্যাচারেই নাকি ক্ষতিগ্রস্ত হয় জীনাতের চোখ

আরও পড়ুন: দোস্তি থাকলেও এই ভিলেনের শেষযাত্রায় ছিলেন না বলিউডের কোনও সুপারস্টার!​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement