Mir Afsar Ali

ঘোড়ায় চড়ে পুলিশের নজরে মীর! জুটল নেতিবাচক মন্তব্য

শিরোনামও জবরদস্ত, ‘‘কেত মেরে ময়দানে ঘোড়ায় চড়লাম... পুলিশ এসে কেস দিয়ে দিল! বললো “লাইসেন্স কোথায়?!”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১৯:৩৮
Share:

মীর বন্দি পুলিশের হাতে?

নিছক মজা করতেই চেয়েছিলেন। যথারীতি নেটাগরিকেরা বুঝলেন উল্টো। সামাজিক পাতায় দুটো ছবি শেয়ার করেছেন অভিনেতা, সঞ্চালক মীর। একটিতে তিনি ময়দানে ঘোড়ার পিঠে। আরেকটায় বন্দি পুলিশের হাতে!

মাত্র কয়েক ঘণ্টায় কোলাজ ছবির ভিউয়ার্স ৫১ হাজারের উপর!

শিরোনামও জবরদস্ত, ‘‘কেত মেরে ময়দানে ঘোড়ায় চড়লাম... পুলিশ এসে কেস দিয়ে দিল! বললো “লাইসেন্স কোথায়?!” এই নিয়েই নেটাগরিকেরা আবার দ্বিধাবিভক্ত। একদল মীরের রসিকতা উপভোগ করেছেন। আরেক দল যথেষ্ট বিরক্ত। তাঁদের যুক্তি, ‘‘পুলিশ তোমায় ঘোড়ায় চড়ার জন্য নয়, মাস্ক না পড়ার জন্য ধরেছে....দাদা অ্যাজ এ সেলিব্রিটি শ্যুড ফলো দ্য রুল... তোমায় দেখে অনেকে শেখে, এটা তো মানবে! কাজেই পাবলিসিটির জন্য মাস্ক না পড়ে ছবি তোলাটা কি খুবই দরকার ছিল দাদা???’’

কী বলছেন মীর? স্পষ্ট ভাষায় বললেন, ‘‘ময়দানে গিয়েছিলাম শ্যুটিংয়ের জন্য। ঘোড়া দেখে ভয়ে ভয়েই পিঠে চাপলাম। শখ মেটাতে। ছবিও তুললাম পোজ দিয়ে। সেখানে পুলিশ এসেছিল। আমাদের শ্যুটিং ভ্যান অনুমতি নিয়ে রাখা হয়েছে কিনা জানতে। কথাবার্তার পর পুলিশ অফিসার নিজেই বলেন একটি ছবি তোলার। হঠাৎই নিছক মজা করার লোভ মাথায় জাগে। আমি তাঁকে অনুরোধ জানাই আরেকটি ছবি তোলার জন্য। এবং ছবির জন্যই মাস্ক খুলি।’’

কেমন পোজ হবে সে কথাও তিনি বলে দেন পুলিশ অফিসারকে। মীরের কথা মত পুলিশ জোরে চেপে ধরে তাঁর হাত। বাকিটা জানান দিচ্ছে ছবি আর ক্যাপশন।

Advertisement

ময়দানে ঘোড়ার পিঠে মীর

কিছু নেটাগরিকেরা সেই মজাটাই বুঝে উঠতে পারলেন না! তাঁরা মাস্ক না পরার জন্য দুষলেন সঞ্চালককে।
মীরের মতে, ‘‘এটাই সাম্প্রতিক সমস্যা! যেখানে সিরিয়াস হওয়ার দরকার সেখানে তা না হয়ে উল্টো বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত সিরিয়াস হয়ে পড়ছেন সবাই। সেলিব্রিটি হলে কথাই নেই! রে রে করে তাঁর পিছনে গাদা খানেক নেতিবাচক মন্তব্য খরচ করে ফেলছেন। একজন শেয়াল হুক্কা-হুয়া বললে বাকিরাও রব তুলছেন চোখ বুঁজে।’’

Advertisement

আরও পড়ুন: অনির্বাণের বউয়ের মুখে এত অস্বস্তি কেন! অনির্বাণের বিয়ের ভিডিয়ো নিয়ে ব্যঙ্গ নেটাগরিকদের

মীরের আরও বক্তব্য, যাঁরা ছবি এবং ক্যাপশন দেখেছেন তাঁরা সবাই পরিণতবয়স্ক এবং পরিণতমনস্ক। আমি মাস্ক পরলে তাঁরা পরবেন আর খুলে রাখলে খুলে ফেলবেন, এমন কথার কোনও যুক্তি আছে?
বিতর্কের মধ্যেই মীর ব্যস্ত তাঁর ‘ফুডকা’, ‘মীরাক্কেল’ আর রেডিয়ো জকির ভূমিকায়। জানালেন, নতুন বছরে নতুন ভূমিকায় সবাই দেখতে পাবেন মীরকে। সব ঠিক থাকলে ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি।

আরও পড়ুন: পতিতাপল্লী থেকে শ্যামা, কৃষ্ণাকে উদ্ধার করল নিখিল, মেগা ছুঁল ৮০০ পর্ব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement