ফিরছে ‘বৃদ্ধাশ্রম ২’, আসছে ‘বালিকা বধূ’

নচিকেতা চক্রবর্তী যখন ‘বৃদ্ধাশ্রম’ গেয়েছিলেন তখনও সুপারহিট। সেই গান পটভূমিকায় রেখে দেবীদাস ভট্টাচার্যের পরিচালনায় আকাশ আট চ্যানেল যখন মেগা ‘বৃদ্ধাশ্রম’ আনল তখনও সফল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ১৬:১১
Share:

নিউ নর্মালে অভ্যস্ত হচ্ছে বিশ্ব, হচ্ছে শুটিং।

নচিকেতা চক্রবর্তী যখন ‘বৃদ্ধাশ্রম’ গেয়েছিলেন তখনও সুপারহিট। সেই গান পটভূমিকায় রেখে দেবীদাস ভট্টাচার্যের পরিচালনায় আকাশ আট চ্যানেল যখন মেগা ‘বৃদ্ধাশ্রম’ আনল তখনও সফল।

Advertisement

সেই ধারাবাহিক ফিরছে আবার। ‘বৃদ্ধাশ্রম ২’ নামে।এবারেও কেন্দ্রীয় চরিত্র যশোদা সিংহ। সিক্যুয়েলের নয়া মোচড় ‘শেষের কবিতা’য় করোনা আবহ। শহর কলকাতা আনলক হলেও কোনও ঝুঁকি না নিয়ে মেগার দুই চরিত্র যশোদা লিলি চক্রবর্তী আর ছন্দা চট্টোপাধ্যায়কে নিয়ে টিম লাইভ চ্যাটে হাজির ছিলেন। সেখানেই দেবীদাস জানালেন, ‘শেষের কবিতা’ বৃদ্ধাশ্রমের গল্প তো থাকবেই। আর থাকবে করোনা আবহের কথা। কীভাবে নিউ নর্মালে অভ্যস্ত হচ্ছে বিশ্ব, তার ছায়া পড়বে ধারাবাহিকে।

করোনা আবহে শুট শুরু। মনে কোনও দ্বিধা ছিল? উত্তরে বর্ষীয়ান লিলির জবাব, ‘‘বাড়ির লোকেরা প্রথমে রাজি হয়নি। পরে সবাই কাজ করছেন দেখে বললাম, আমিও করব। কতদিন কাজ না করে বসে থাকা যায়? বিশেষ করে বৃদ্ধাশ্রমের মতো কাজ?’’

Advertisement

ফিরছে ‘বৃদ্ধাশ্রম ২’

লকডাউনে যদিও চুপ করে বসে ছিলেন না লিলি। গৃহপরিচারিকা না আসায় ঘর পরিষ্কার করেছেন, বাসন মেজেছেন, কাপড় কেচেছেন, রান্না করেছেন— আক্ষরিক অর্থেই সুগৃহিণী হয়েছিলেন ৮৪ দিন। বই পড়া, পুরনো সিনেমা দেখা, গান শোনাও বাদ যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement