Divyanka Tripathi

স্নান-পোশাক কেন পরেন না, উত্তর দিলেন দিব্যাঙ্কা

টেলি দুনিয়ার অনেক অভিনেত্রী যখন পর্দার বাইরে বিকিনি পরে ধরা দিয়েছেন, দিব্যাঙ্কা সেই তালিকায় সামিল করেননি নিজেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ২২:১৬
Share:

দিব্যাঙ্কা ত্রিপাঠী।

দিব্যাঙ্কা ত্রিপাঠী। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রী বরাবরই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ‘পাশের বাড়ির মেয়ে’ হয়ে। টেলি দুনিয়ার অনেক অভিনেত্রী যখন পর্দার বাইরে খোলামেলা পোশাক, এমনকি বিকিনি পরেও ধরা দিয়েছেন, দিব্যাঙ্কা সেই তালিকায় সামিল করেননি নিজেকে।

Advertisement

কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আগাগোড়াই স্নান-পোশাক (বিকিনি) পরতে লজ্জা পেতেন তিনি। তাই কখনও সাঁতারও শিখতে পারেননি। তিনি মেনে নিয়েছেন, এমনটা হওয়া উচিত নয়। অভিনেত্রীর কথায়, ‘‘এ ধরনের পোশাক পরার আগে আমার মনে যথেষ্ট সাহস আনতে হবে। যে সব মহিলা এই পোশাকগুলি পরে সুন্দর সুন্দর ছবি দেন, তাঁদের সাহস আছে মানতে হবে।’’

Advertisement

‘ইয়ে হ্যাঁয় মহব্বতে’, ‘কসম সে’, ‘বিরাসত’- এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে দিব্যাঙ্কাকে। অভিনয়ের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী।

হিনা খান, সুরভি জ্যোতি, এরিকা ফার্নান্ডেজের মতো অভিনেত্রীরা মাঝে মধ্যেই স্নান-পোশাকে ছবি দিয়ে ইনস্টাগ্রামের পারদ চড়ান। তবে উল্টো পথে হেঁটেও নেটমাধ্যমে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে তুলছেন দিব্যাঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement