Trina Saha

সৌজন্যর দিকে গাছকৌটো তাক করে দর্শকদের ভালবাসা জানালেন তৃণা

তালিকার শীর্ষে চলে আসার আনন্দটা বোধহয় একটু আলাদাই। আর সেই খুশিতেই এই ছবিটি পোস্ট করলেন তৃণা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২১:৩৮
Share:

কৌশিক রায় ও তৃণা সাহা।

বিয়ের দিনই গলায় ছুরি ঢুকিয়ে…থুরি গলায় গাছকৌটো ঢুকিয়ে সৌজন্যকে মারতে গেল গুনগুন! ক্যামেরার পিছনের সেই সেই খুনসুটি ধরা পড়ল অভিনেত্রী তৃণা সাহার ইনস্টাগ্রামে। টকমিষ্টি সম্পর্কের ওঠাপড়ায় মশগুল বাংলার দর্শক। সকলের ভালবাসায় ‘মোহর’কে টপকে প্রথম স্থান নিয়ে নিল ‘খড়কুটো’। গত সপ্তাহে এই মেগার টিআরপি ছিল, ১১.০। চলতি সপ্তাহে ১১.৮।

Advertisement

লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই মেগা একদম প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিন্তু তালিকার শীর্ষে চলে আসার আনন্দটা বোধহয় একটু আলাদাই। আর সেই খুশিতেই এই ছবিটি পোস্ট করলেন তৃণা।

সৌজন্য ও গুনগুনের বিয়ের দিনের ছবি। ‘বিহাইন্ড দ্য সিন’-এও চরিত্র থেকে বেরননি কৌশিক রায় ও তৃণা সাহা। গম্ভীর মুখে দাঁড়িয়ে সৌজন্য। তার দিকে গাছকৌটো উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে গুনগুন। তার মুখে হাসি।

Advertisement

A post shared by Trina Saha (@trinasaha21)

ছবির ক্যাপশনেই প্রথম হওয়ার আনন্দের বহিঃপ্রকাশ। তৃণা লিখলেন, ‘শীর্ষে থাকার অনুভূতিটা অসামান্য। খড়কুটোকে এতটা ভালবাসার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই এই সিরিয়াল বাংলায় সবথেকে বেশি টিআরপি ১১.৮ পেয়েছে। ভালবাসতে থাকুন। পাশে থাকুন।’

আরও পড়ুন: স্ত্রীর কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখা যায়, মায়ের কাছ থেকে পারিনি: শিবপ্রসাদ

আরও পড়ুন: ছোট থেকেই মা-বাবা বিচ্ছিন্ন, মামার জেদেই অভিনয়ে এসেছেন অনামিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement