প্রাথমিক পরিচিতি ছিল চলচ্চিত্র পরিচালক। খ্যাতিও। কিন্তু সাবলীল চলাচল ছিল সাহিত্যেও। কবি বুদ্ধদেবের কলম জন্ম দিয়েছিল একাধিক কবিতার, যা এখনও চর্চিত। ছায়াছবির আগে বুদ্ধদেবের নেশা ছিল কবিতা আর ছবি। অস্থির কলকাতার পথঘাট, তার সংঘর্ষের অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে তাঁর ছায়াছবিতে। তার ভাবনার মূলে ছিল ছবি আর কবিতা।
বুদ্ধদেবের কাজ এবং ভাবনার কথা বললেন চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়।