মুক্তি পেল ‘টয়লেট: এক প্রেম কথা’র ট্রেলার

বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে একেই দস্তুর হিসেবে মেনে নিয়েছেন বহু মহিলা। তবু কেউ কেউ ব্যতিক্রমী হয়ে ওঠেন কখনও কখনও। যেমন ‘টয়লেট: এক প্রেম কথা’র জয়া। তাঁকে ব্যতিক্রমী হয়ে উঠতে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন স্বামী কেশবও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ১৬:৫৪
Share:

গৃহস্থালির মাটি তুলসীমঞ্চ ছুঁয়ে থাকে। তাই তার চৌহদ্দির মধ্যে শৌচালয় তৈরি মহাপাপ! সকাল সকাল লোটা হাতে গন্তব্য মাঠ-ময়দান, ঝোপ-ঝাড়। ভেবে দেখুন, বাড়ির মহিলাদের কী দুর্বিষহ অবস্থা!

Advertisement

বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে একেই দস্তুর হিসেবে মেনে নিয়েছেন বহু মহিলা। তবু কেউ কেউ ব্যতিক্রমী হয়ে ওঠেন কখনও কখনও। যেমন ‘টয়লেট: এক প্রেম কথা’র জয়া। তাঁকে ব্যতিক্রমী হয়ে উঠতে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন স্বামী কেশবও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘টয়লেট: এক প্রেম কথা।’ কিছু দিন আগেই এ ছবি নিয়ে কথা বলতে মোদীর সঙ্গে দেখাও করেছিলেন ওই ছবির হিরো অক্ষয় কুমার।

সম্প্রতি মু্ক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির ট্রেলার। বহু যুগ ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাসের বিরুদ্ধে জেহাদ। পঞ্চায়েত থেকে স্যানিটেশন বিভাগ, সরকারের ভূমিকা থেকে গ্রামবাসীদের কুসংস্কার এবং প্রথম প্রেম থেকে পরিপক্ক রোম্যান্স নিয়েই অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’।

Advertisement

আরও পড়়ুন: হরমন বাওয়েজাকে এখন কেমন দেখতে? চিনতেই পারবেন না...

বাস্তব থেকে রসদ ছিনিয়েই এ ছবিতে জয়াকে তৈরি করেছেন পরিচালক নারায়ণ সিংহ। এই ছবিতে অভিনয় করছেন অনুপম খের, দিব্যেন্দু শর্মা এবং সুধীর পাণ্ডে। এ বছরের ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি।

দেখুন সেই ট্রেলার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement