Chini

‘চিনি’ সুগার লেভেল বাড়াবে না কমাবে? কী বলছে ট্রেলার?

আগের এক সাক্ষাৎকারে পরিচালক স্বয়ং জানিয়েছিলেন, আগামী ছবির গল্প তাঁর জানা এক পরিবারকে ঘিরেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১২:৩২
Share:

চিনির কাছে তার মা জীবন্ত বিভীষিকা।

মৈনাক ভৌমিকের আগামী ছবি নিয়ে দর্শক মহল এবং নেটাগরিকদের প্রশ্ন, ‘চিনি’ ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক উভয়ের জন্যেই তো? পরিচালক, প্রযোজক, অভিনেতা— সবার হয়ে উত্তর দিয়েছে সদ্য মুক্তি পাওয়া ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার। আর তার একটা সংলাপ।

Advertisement

‘বিয়ে করছিস? হুম! আমার এই জিন্সের মতোই ফাটবে।’

এক মা তাঁর মেয়েকে এ কথা বলছেন। যা শুনে একদল দর্শকের ঠোঁটের কোণে মুচকি হাসি পরিচালকের কমিক সেন্স দেখে। যাঁরা পুরো ট্রেলার মনোযোগ দিয়ে দেখবেন, তাঁদের চোখের কোণ শিরশিরিয়ে উঠবে। কত যন্ত্রণা পেলে ফিফটি প্লাস এক জন মা টিনএজারদের মতো টিরড জিন্স পরে হাসতে হাসতে এ কথা নিজের মেয়েকে বলতে পারেন!

Advertisement

আগের এক সাক্ষাৎকারে পরিচালক স্বয়ং জানিয়েছিলেন, আগামী ছবির গল্প তাঁর জানা এক পরিবারকে ঘিরেই। যে পরিবারে স্বামীর শাসনে দম আটকে দাম্পত্য কাটিয়েছেন তাঁর স্ত্রী ‘মিষ্টি’। মুখ বুজে সহ্য করেছেন গার্হস্থ্য হিংসা। সেই রাগ, যন্ত্রণা, ক্ষোভ উগরে দিয়েছেন একমাত্র মেয়ে ‘চিনি’র উপর। তাঁর কথার নড়চড় হলেই বেধড়ক মার মেরে।

চিনির কাছে তার মা জীবন্ত বিভীষিকা। পরিবার ‘নরক’।

হস্টেলে গিয়ে আস্তে আস্তে মা-মেয়ের সম্পর্কে মিষ্টির প্রলেপ পড়লেও মেয়ের প্রেমিককে মা যে কিছুতেই সহ্য করতে পারেন না! আবার তিনিই ঘুঙুর পড়েন কিশোরী বেলার মতো। ডিস্কো থেকে নাচেন। মদ, বিরিয়ানি ডেইলি ডায়েট। চুল কাটেন, পার্লারে যান। টিভিতে টাইগার শ্রফকে দেখে মেয়ের সামনেই বলেন, ‘হট’!

আরও পড়ুন: সেনাবাহিনী, ইঞ্জিনিয়ারের চাকরির পরে ‘শকুনি’, পর্দার বাইরেও সজীব ‘কর্ণের’ সঙ্গে সম্পর্ক

আবার মেয়েকে নিয়ে ছাদে বৃষ্টিতেও ভেজেন। চিনির ভয়, মা কি মানসিক রোগী হয়ে গেল? মনোবিশ্লেষক আশ্বস্ত করে বলছেন, একেবারেই না! প্রকৃত ঘটনা জানাতে এসভিএফের আগামী ছবি ‘চিনি’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর। মৈনাকের কথা অনুযায়ী, বড় দিনে বড় কথা বলতে।

আরও পড়ুন: দিব্যা ভাটনগরের বিস্ফোরক অডিও ক্লিপিং প্রকাশ্যে আনলেন বন্ধু দেবলীনা

ছবিতে ‘মিষ্টি’ মা অপরাজিতা আঢ্য। ‘চিনি’ মধুমিতা সরকার। এছাড়াও আছেন, সৌরভ দাস, চান্দ্রেয়ী ঘোষ, অজপা বন্দ্যোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement