কার্তিক-সারা
ইমতিয়াজ় আলির ছবি মানেই প্রেমের নতুন সমীকরণ। তবে পর্দায় যাঁরা সেটাকে প্রাণবন্ত করে তোলেন, তাঁদের মধ্যেও সেই কেমিস্ট্রি থাকতে হবে। বাস্তবে প্রেম ভেঙে যাওয়ার পরেও শাহিদ কপূর-করিনা কপূর বা রণবীর কপূর-দীপিকা পাড়ুকোন তা করে দেখিয়েছেন। তবে সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের প্রেমের বুনিয়াদ যে প্রচারসর্বস্ব, তা ছবির ট্রেলার লঞ্চে আরও স্পষ্ট হয়ে উঠল।
ইমতিয়াজ়ের নতুন ছবি ‘লাভ আজ কাল’-এর ট্রেলার লঞ্চে সারা বেশ সপ্রতিভ ছিলেন। তুলনায় প্রথম দিকে কিছুটা চুপচাপ ছিলেন কার্তিক। এই ছবির শুটিং শেষে কার্তিকের উদ্দেশে সারার আবেগঘন পোস্ট খুব পুরনো ঘটনা নয়। তাই এক সাংবাদিক প্রশ্ন করেই বসলেন, ‘‘আপনাদের ব্রেকআপ কি সত্যিই হয়েছে?’’ কার্তিকের জবাব, ‘‘আপনিই বলুন, আমার কী বলা উচিত?’’ এর আগেও সারা-কার্তিকের প্রেম নিয়ে জিজ্ঞেস করা হলে, সাংবাদিকদের কোর্টেই বল ঠেলে দিয়েছিলেন কার্তিক, ‘‘আমরা প্রেম কবে করেছি বলুন তো?’’
ছবির ট্রেলার দেখে দীপিকা ও সেফ আলি খানের ‘লাভ আজ কাল’ মনে পড়ছে দর্শকের। দুটো টাইমলাইনে দু’টি প্রেমের গল্প। তবে অভিনয়ের কঠিন সিঁড়ি পেরোতে হবে কার্তিক-সারাকে।