Tu Jhoothi Main Makkaar

মুক্তির দোরগোড়ায় ছবি, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ নিয়ে কী ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞদের?

‘পাঠান’ মুক্তির পরে বক্স অফিসে ব্যর্থ ‘শেহজ়াদা’, ‘সেলফি’। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ কি বদলাতে পারবে সেই ধারা?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৪:২১
Share:

বক্স অফিসে কি ভাগ্য ফিরবে রণবীর কপূরের? ছবি: সংগৃহীত।

মুক্তির পরে পেরিয়েছে এক মাসের বেশি সময়। এখনও বক্স অফিসে একচেটিয়া রমরমা ‘পাঠান’-এর। ‘পাঠান’-এর পরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একাধিক বলিউড ছবি। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ‘শেহজ়াদা’, ‘সেলফি’র মতো ছবি। চলতি সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রণবীর কপূরের পরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। কী ভবিষ্যৎ লভ রঞ্জন পরিচালিত রোম্যান্টিক কমেডি ছবির? খোলসা করলেন বিশেষজ্ঞরা।

Advertisement

২০২০ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ় আলি পরিচালিত ছবি ‘লভ আজ কাল’। বক্স অফিসে একেবারেই ব্যবসা করতে পারেনি সেই ছবি। পাশাপাশি, সমালোচকদের প্রশংসা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ওই ছবি। তার পর থেকেই হালকা মেজাজের প্রেমের ছবির খরা চলছে বলিউডে। বক্স অফিসে ব্যবসা টানছে অ্যাকশন ছবি, তাই সেই ঘরানার ছবিতেই বেশি ঝুঁকছেন ছবির নির্মাতারা। তবে‌ সেই ধারায় বদল আনতে পারে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। দাবি ছবি বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শের। তাঁর মতে, একাধিক গম্ভীর প্রকৃতির ছবিতে কাজ করার এ বার হালকা মেজাজের ছবিতে ফিরছেন রণবীর। পাশাপাশি, প্রেমের ছবিতেও বেশ কয়েক বছর পরে কাজ করছেন অভিনেতা। ‘আজব প্রেম কি গজব কহানি’র মতো রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে সফল রণবীর। এই ধরনের ছবিতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন অভিনেতা। তরণ আদর্শের মতে, রণবীরকে ফের এই ধরনের ছবি ও চরিত্রে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা, যা সাফল্য এনে দিতে পারে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিকে। অন্য দিকে, এই ছবিতে প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন রণবীর ও শ্রদ্ধা। বলিপাড়ার নতুন এই জুটিকে নিয়ে বেশ উৎসাহী সাধারণ দর্শক। জানান ছবি বাণিজ্য বিশেষজ্ঞ।

শোনা যাচ্ছে, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর ইতিমধ্যেই প্রথম দিনের জন্য প্রায় ২৬ হাজার টিকিট বুক হয়ে গিয়েছে লভ রঞ্জনের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর। হোলির উৎসবের সপ্তাহান্তে এই সংখ্যা আরও বাড়বে বলেই খবর। ফলে বাড়বে ব্যবসাও। বক্স অফিস পরিসংখ্যান নিয়ে তাই বেশ আশাবাদী ছবির নির্মাতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement