এক দিকে আয়ুষ্মান খুরানা নামের হিটমেশিন, উল্টো দিকে তাঁরই অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিকি কৌশল। কর্ণ জোহর ব্যানারের ভয়ের ছবি ‘ভূত’-এর সঙ্গে সমপ্রেম নিয়ে ময়দানে নেমেছিল ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’। সপ্তাহান্তে কালেকশনের নিরিখে প্রত্যাশামতোই এগিয়ে রয়েছে আয়ুষ্মানের বিনোদনে ভরপুর ছবিটি। অন্য দিকে, ভিকির ছবি শব্দ দিয়ে ভয় দেখালেও ব্যবসায় পিছিয়ে পড়েছে অনেকটাই।
বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব অনুযায়ী, ‘শুভ মঙ্গল...’-এর ওপেনিং উইকেন্ডের কালেকশন ৩২.৬৬ কোটির কাছাকাছি, যেখানে ‘ভূত’ স্কোর করেছে প্রায় ১৬.৩৬ কোটি টাকা। ‘ড্রিম গার্ল’, ‘বালা’ এবং ‘বধাই হো’-এর পরেই জায়গা করে নিয়েছে আয়ুষ্মানের সাম্প্রতিক রিলিজ়টি। যদিও প্রথম তিনটির তুলনায় এ ছবির ওপেনিংয়ের অঙ্ক প্রায় দশ কোটি কম। তা কি আয়ুষ্মান নিজেকে রিপিট করছেন বলেই? অন্য দিকে, ভিকির ‘উরি’, ‘সঞ্জু’ কিংবা ‘রাজ়ি’র ওপেনিং কালেকশনের ধারেকাছেও আসতে পারেনি ‘ভূত’। তবে ব্যবসার নিরিখে আয়ুষ্মানের চেয়ে ভিকি পিছিয়ে রইলেও, আরও একটি ট্রেন্ড লক্ষ করা গিয়েছে। শহুরে মাল্টিপ্লেক্সে যত ভাল ব্যবসা জমাতে পেরেছে ‘শুভ মঙ্গল’, ততটা পারেনি মফস্সলে। সিঙ্গল স্ক্রিনে তুলনায় ভাল ফল করছে ‘ভূত’।
এখনও পর্যন্ত দেশের বক্স অফিসের অনুরূপ ছবি দেখা যাচ্ছে এ শহরেও। নবীনা, প্রিয়ার মতো সিঙ্গল স্ক্রিনগুলিতে কমবেশি একই সংখ্যক শো পেয়েছে দু’টি ছবি। ‘শুভ মঙ্গল...’ হল ভরাচ্ছে প্রায় ৪৫-৫০ শতাংশ, যেখানে ‘ভূত’ ৩৫-৪০ শতাংশ। মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বেশি হওয়ায় অঙ্কের ব্যবধান আরও বাড়ছে। হিসেব যা-ই বলুক, বাজি যে আয়ুষ্মানের দখলে, তাতে আর সন্দেহ নেই।