Tota Roychoudhury

ফেলুদার শরীরচর্চার কয়েক ঝলক দেখবেন নাকি?

লোহার বারের সাহায্যে কেবল দু'টো হাতের ভরে শরীরটাকে শূন্যে ঝুলিয়ে দিলেন ফেলুদা। নিখুঁতভাবে প্রত্যেকটি ধাপ পেরলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৫:১১
Share:

টোটা রায়চৌধুরী

যেন হাড়ই নেই তাঁর শরীরে। শরীরটাকে শূন্যে ঝুলিয়ে এ-দিক ও-দিক। বাপ রে! ফেলুদা একেবারে সুপারম্যান!

Advertisement

নতুন ফেলু মিত্তির টোটা রায়চৌধুরীর শরীরচর্চার ভিডিয়ো দেখে কারওর কারওর তো চক্ষু চড়কগাছে! টোটা ইনস্টাগ্রামে পোস্ট করলেন নতুন ভিডিয়ো।

রবিবার, ছুটির দিনেও শরীরচর্চায় বিরতি নেননি টোটা। আবাসনের ছাদে লোহার বারের নীচে পাতা রয়েছে লাল রঙের একটি যোগাসনের মাদুর। লোহার বারের সাহায্যে কেবল দু'টো হাতের ভরে শরীরটাকে শূন্যে ঝুলিয়ে দিলেন অভিনেতা। নিখুঁতভাবে প্রত্যেকটি ধাপ পেরলেন তিনি। শেষে অবলীলাক্রমে লাল মাদুরে ল্যান্ড করলেন। নমস্কার করে শেষ করলেন ভিডিয়ো।

Advertisement

A post shared by Tota Roy Choudhury (@totaroychoudhury)

টোটা রায়চৌধুরীর শরীরচর্চার ভিডিয়ো ও ছবি আগেও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাঁর অনুগামীরা। কোনও দিন স্কিপিং, কোনও দিন বা দরজায় স্রেফ দু'হাতের ভরে ঝুলে থাকা। কিন্তু এ বারে নতুন ধরনের কসরৎ দেখলেন নেটাগরিকরা। নতুন ফেলুদার ফিটনেস দেখে বড্ড খুশি তাঁরা। জানালেন, 'ফেলুদা ফেরত'-এ টোটাকে খুব ভাল লেগেছে তাঁদের। ফেলুদার চরিত্রে তাঁকে আরও অনেক বার দেখার জন্য কামনা করেছেন নেটাগরিকরা।

আরও পড়ুন: মেকআপ ভ্যান নয়, দুর্গম জঙ্গল-নদী-পাহাড়ই তাঁর দুনিয়া

ভিডিয়োর নীচে লেখা, ‘এক নতুন শুরুর জন্য... সঙ্গে আরও পরিশ্রম করার প্রতিজ্ঞা’।

আরও পড়ুন: নতুন বছরে শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর প্রেম প্রকাশ্যে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement