Dibakar Banerjee

মুখোমুখি দুই ব্যোমকেশ পরিচালক, বিরসা দাশগুপ্তকে কী টিপ্‌স দিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়?

এক জন, হিন্দিতে ব্যোমকেশের ছবির পরিচালক। অন্য জন, বাংলায় ব্যোমকেশ পরিচালনা করবেন। দু’জনের সাক্ষাতের নেপথ্যকারণ জানার চেষ্টা করল আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৩:৩৮
Share:

ব্যস্ততার ফাঁকেই আরও এক ব্যোমকেশ পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে আড্ডায় বিরসা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত।

পরিচালক বিরসা দাশগুপ্তর এখন এক মুহূর্তে নষ্ট করার মতো সময় নেই। কারণ আগামী মাসেই তিনি শুরু করবেন ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এর শুটিং। এই ছবিতেই দর্শক প্রথম বার দেবকে ব্যোমকেশ রূপে দেখবেন। তবে ব্যস্ততার ফাঁকেই আরও এক ব্যোমকেশ পরিচালকের সঙ্গে দেখা করলেন বিরসা। তিনি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়।

Advertisement

অনুরাগীরা জানেন, ২০১৫ সালে হিন্দিতে দিবাকর ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিটি পরিচালনা করেছিলেন। সেই ছবিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। দিবাকরের সঙ্গে হঠাৎ কেন দেখা করলেন বিরসা? জানতে আনন্দবাজার অনলাইনের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। বিরসা বললেন, ‘‘সম্প্রতি কলকাতায় কাজে এসেছিলেন দিবাকর। তা ছাড়া দিবাকর সম্পর্কে বিদীপ্তার কাকা। তাই আমরা ওঁর সঙ্গে দেখা করেছিলাম।’’

সমাজমাধ্যমে দিবাকরের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন বিরসা। সেখানে পরিচালকের স্ত্রী বিদীপ্তাকেও দেখা যাচ্ছে। বিরসা লিখেছেন, ‘‘ব্যোমকেশ, সত্যবতী, অজিত। পারিবারিক সময়। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাল ব্যোমকেশের সিনেমা এখনও কেউ তৈরি করতে পারেননি।’’

Advertisement

বিরসা জানালেন, যে তিনি যে ব্যোমকেশ পরিচালনা করতে চলেছেন সেই বিষয়ে দিবাকর অবগত। দু’জনের মধ্যে ব্যোমকেশ নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে। তা হলে দিবাকর তাঁকে ব্যোমকেশ পরিচালনার ক্ষেত্রে কী কী টিপ্‌স দিলেন? বিরসা হেসে বললেন, ‘‘পরামর্শ তো দিয়েছেন। কিন্তু সেগুলো বলব কেন!’’

মে মাস থেকে ব্যোমকেশের শুটিং শুরু করবেন বিরসা। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টিম। আগামী অগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা। অন্য দিকে, দিবাকরের শেষ ছবি ছিল ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement