Subhashree Ganguly

Actresses: অলস আরাম, নরম আলো, স্নানঘরে বঙ্গ-তনয়ারা

টলিউডের নায়িকাদের সঙ্গে স্নানঘরের এক কোণে থাকা বাথটবের সম্পর্ক বহু দিনের। সেখানেই যেন বারবার স্বস্তি খুঁজে নেওয়া।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ২১:৩১
Share:
০১ ০৮

এক রাশ ফেনিল জল। স্নানঘরের নরম আলো। নিস্তব্ধতা। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর ব্যস্ততা থেকে অলস অবসরে ডুব। টলিউডের নায়িকাদের সঙ্গে স্নানঘরের এক কোণে থাকা বাথটবের সম্পর্ক বহু দিনের। সেখানেই যেন বারবার স্বস্তি খুঁজে নেওয়া।

০২ ০৮

শুভশ্রী গঙ্গোপাধ্যায়: কালো রঙা বাহারি জামা, গভীর নেকলাইনে এই শুভশ্রী অন্য রকম। নিষ্পলক চোখ ক্যামেরার দিকে। খোলা চুল, হালকা রূপটানে বাথটবে রাজ-ঘরণী।

Advertisement
০৩ ০৮

মোনালিসা: আপামর দর্শকের ‘ঝুমা বৌদি’। খোলামেলা পোশাকে আগাগোড়াই চোখ টেনেছেন মোনালিসা। কালো স্নান পোশাক, লাল শ্রাগে বাথটবে লেন্সবন্দি অভিনেত্রী।

০৪ ০৮

স্বস্তিকা মুখোপাধ্যায়: পর্দায় খোলা পিঠ আর ভেজা শরীরে ধরা দিলেন স্বস্তিকা। নিশ্চিন্তে শরীর এলিয়ে দিয়েছেন বাথটবে। পাশেই দৃশ্যমান পর্দার ব্যোমকেশ। সুশান্ত সিংহ রাজপুত।

০৫ ০৮

অলিভিয়া সরকার: ফেনিল বাথটবে মোহময়ী অলিভিয়া। এ যাবৎ পর্দার হাসিখুশি ‘পাশের বাড়ির মেয়ে’ ধরা দিয়েছেন অন্য মেজাজে।

০৬ ০৮

রিয়া সেন: ইনস্টাগ্রামে আগাগোড়াই সাহসী তিনি। হালকা গোলাপি রঙের স্নান পোশাকে বাথটবে লেন্সবন্দি মুনমুন-তনয়া। কার বার্তায় মগ্ন মোবাইলে?

০৭ ০৮

শ্রীময়ী চট্টরাজ: খোলা আকাশ, নীল জল বা পাহাড় নয়। শ্রীময়ীর পছন্দ স্নানঘর। নরম হলুদ আলোয় ফেনিল বাথটবে সঁপে দিয়েছেন শরীর। সাদা বাথরোব গায়ে নিশ্চিন্তে ভিজে নেওয়া।

০৮ ০৮

সুস্মিতা সেন: প্রেমিক রোহমান শলের ক্যামেরায় ধরা দিয়েছিলেন সুস্মিতা। কালো রঙের হাটু ঝুল পোশাকে বাথটবে খানিক অন্যমনস্ক বিশ্বসুন্দরী ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement