Mon Dite Chai Serial Actress got Ill

শুটিংয়ের মধ্যেই অসুস্থ, হাসপাতাল থেকে ফিরেই ক্যামেরার সামনে ‘মন দিতে চাই’-এর দোয়েল

‘মন দিতে চাই’ সিরিয়ালে প্রতি দিন তাঁকে দেখেন দর্শক। শট দেওয়ার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৪:০৭
Share:

শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন ‘মন দিতে চাই’ সিরিয়ালের এই অভিনেত্রী। —ফাইল চিত্র।

আচমকাই অসুস্থ অভিনেত্রী শ্রীতমা মিত্র। ‘মন দিতে চাই’ সিরিয়ালে তাঁকে প্রতি দিন দেখেন দর্শক। শুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তড়িঘ়ড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে অনেকটাই সুস্থ তিনি। কী হয়েছিল?

Advertisement

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় তাঁর সহ-অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, “এখন সম্পূর্ণ সুস্থ শ্রীতমা। নানা ধরনের পরীক্ষাও করা হয়েছিল। সব ঠিক আছে। বদ্ধ জায়গায় থাকতে শ্রীতমার অসুবিধা হয়। যাকে ইংরেজিতে বলা হয় ‘ক্লস্টোফোবিক’। শুধু তা-ই নয়, শ্রীতমা ঠিক মতো খাওয়াদাওয়া করে না। অনেক বেশি ভাবে। সব মিলিয়েই আসলে অসুস্থ হয়ে পড়ে। তবে এখন ঠিক আছে। শুটিংও করছে।”

এই মুহূর্তে সিরিয়ালে তিতির এবং দোয়েলের জমজমাট বিয়ের পর্ব। দোয়েলের সঙ্গে বিয়ের পরিবর্তে তিতিরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সোমরাজ। এর পর তিতির আর সোমরাজের জীবন কোন দিকে মোড় নেবে? তা নিয়ে তৈরি হয়েছে বিস্তর জল্পনা। তবে পর্দার সামনে সমীকরণ যেমনই হোক না কেন, বাস্তবে কিন্তু দোয়েল সোমরাজ এবং তিতির— তিন জনেই ভাল বন্ধু। তাই শুটিং চলাকালীন শ্রীতমার আচমকা অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েন তাঁরা। আপাতত ভাল আছেন শ্রীতমা। প্রতি দিনের মতো শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement