Ritwick-Ushasi

খুনের কিনারা করতে শহরে দুই তদন্তকারী অফিসার, জুটিতে ঋত্বিক-ঊষসী

আসছে রাজদীপ ঘোষের নতুন ছবি ‘আয়ুরেখা’। এই ছবির হাত ধরে বড় পর্দায় আসছেন ঊষসী। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১০:৩৫
Share:

টলিপাড়ায় নতুন জুটি ঋত্বিক-ঊষসী। ফাইল-চিত্র।

শহরে আচমকাই খুন বেশ কিছু জ্যোতিষী। সেই খুনের কিনারা করার দায়িত্ব যায় পুলিশের তদন্ত কমিটির উপর। না, বাস্তবে এমনটা ঘটেনি। এই হল পরিচালক রাজদীপ ঘোষের আগামী ছবির গল্প। ছবির নাম ‘আয়ুরেখা’। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, ঊষসী রায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, বনি সেনগুপ্ত-সহ আরও অনেককে।

Advertisement

এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী ঊষসী রায়ের। বেশ অনেক দিন ধরেই কথা চলছে। অবশেষে ঝুলি থেকে বিড়াল বেরোল। প্রথম ছবির উত্তেজনা নায়িকার চোখে মুখে। আনন্দবাজার অনলাইনকে জানালেন,যত ক্ষণ না ঘোষণা হচ্ছিল, কাউকে কিছু বলতে পারছিলাম না। নায়িকা বলেন, ‘‘এক জন তদন্তকারীর চরিত্রে দেখবেন দর্শক। আর প্রথম ছবিতেই ঋত্বিকদার সঙ্গে কাজ ভেবেই ভাল লাগছে।’’

পরিচালক রাজদীপের কথায়, ‘‘এটি একটি থ্রিলার। সব রকমের উপাদান পাবেন দর্শক। টান টান উত্তেজনা থাকবে। রহস্য থাকবে।’’ নতুন গল্পে নিজেকে দেখার জন্য উৎসাহী ঋত্বিকও। তাঁর কথায়, ‘‘ভাল গল্প, বেশ অন্য ধরনের। আশা করছি ভাল লাগবে সবার। খুনের কিনারা করার দায়িত্ব আসবে আমার কাঁধে। এর থেকে বেশি কিছু বলতে পারব না।’’

Advertisement

১৫ নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। কলকাতার বিভিন্ন জায়গায় সেট পড়বে এই ছবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement