Jeetu Kamal Trolled

‘ছিঃ ছিঃ! বরের গায়ে লাথি’? নতুন রিল পোস্ট করে কটাক্ষের শিকার জিতু ও নবনীতা

ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো বানানো এখন অনেক তারকারই পছন্দের কাজ। সেই ভিডিয়ো বানাতে গিয়ে এ বার বিপত্তিতে জিতু কমল এবং তাঁর স্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৫:২৯
Share:

রিল তৈরি করে বিপত্তিতে জিতু এবং নবনীতা। —ফাইল চিত্র।

খাটে বসে মন দিয়ে মোবাইল ঘাঁটছেন অভিনেতা জিতু কমল। আচমকাই গায়ে পা চালিয়ে দিলেন তাঁর স্ত্রী নবনীতা দাস। যা দেখে অবাক অনুরাগীরা। ‘এ কী! এ ভাবে স্বামীর গায়ে লাথি কী করে মারতে পারে কেউ’? এই দৃশ্য দেখে রীতিমতো ‘ছিঃ ছিঃ’ তাঁর ইনস্টাগ্রাম জুড়ে।

Advertisement

বর্তমানে ইনস্টাগ্রাম রিলের ট্রেন্ডে গা ভাসিয়েছেন বহু অভিনেতা। প্রতিদিন নিত্যনতুন ভিডিয়ো তৈরি করে পোস্ট করেন অভিনেতারা। তেমনই এক রিল তৈরি করেছিলেন জিতু এবং তাঁর স্ত্রী। রিলের উপর নির্ভর করেই পরবর্তী কাজের সুযোগ পান অভিনেতারা। কারণ, রিলের মাধ্যমেই অনুরাগীর সংখ্যা বাড়ে তাঁদের। এ বার তেমনই মজার ভিডিয়ো তৈরি করতে গিয়ে ঘটল বিপত্তি।

এক জন লিখেছেন, “ছিঃ! বরের গায়ে লাথি মেরে রিল? জঘন্য হয়েছে। এটা অন্য ভাবেও করা যেত। যত অসভ্যতামি!” আর এক জনের মন্তব্য, “জয় তারা, লাথি মারছে শিবের মতো স্বামীকে?” রুচি হারিয়ে ফেলেছেন তাঁরা। বোধবুদ্ধি লোপ পেয়েছে, এমন মন্তব্যও শুনতে হচ্ছে তাঁদের। যদিও এই প্রসঙ্গে জিতু-নবনীতার কেউ-ই কিছু বলেননি।

Advertisement

শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে জিতুকে। যদিও আপাতত সে সব কিছুই হচ্ছে না। ‘তিতুমীর’-এর শুটিং শেষ করে ‘অরণ্যের দিনরাত্রি’র শুটিং শুরু করবেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement