নতুন কর্মযজ্ঞে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়ছেন জাহ্নবী। ফাইল চিত্র।
তরতরিয়ে এগোচ্ছে কেরিয়ারের রেখচিত্র। শ্রীদেবী-কন্যা বলে আর পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ছে না। তিনি এখন স্বনামধন্য জাহ্নবী কপূর! ‘মিলি’ মুক্তির পরে এ বার আরও অন্য ধরনের চরিত্রের চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন অভিনেত্রী।
প্রথম ক্রীড়ামূলক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তে ক্রিকেটারের ভূমিকায় অনুশীলন করছেন জাহ্নবী। তাঁর বিপরীতে রাজকুমার রাও। নতুন কর্মযজ্ঞে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়ছেন নায়িকা। খেলার মাঠ থেকে তাঁর হেলমেট পরা ছবির ঝলক প্রকাশ্যে।
প্রথম ক্রীড়ামূলক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তে ক্রিকেটারের ভূমিকায় অনুশীলন করছেন জাহ্নবী। ছবি: সংগৃহীত।
খেলোয়াড় হতে ফিটনেস বজায় রাখা প্রথম কাজ। চরিত্রের জন্য যা কিছু করতে হয়, সবই করছেন জাহ্নবী। ‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে অনুষ্কা শর্মা যেমন ভাবে নিজেকে তৈরি করেছেন, তার কাছাকাছি লড়াই করতে দেখা যাচ্ছে মিসেস মাহি হয়ে উঠতে চাওয়া জাহ্নবীকেও। এক সাক্ষাৎকারে বললেন, “আমি জানি, আর একটা মনে রাখার মতো অভিজ্ঞতা হতে চলেছে। ইতিমধ্যে ক্রিকেট অনুশীলন করতে গিয়ে দু’বার কাঁধের হাড় সরে গিয়েছে!”
ছবির প্রযোজনা করছেন কর্ণ জোহর, যিনি জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এরও প্রযোজক ছিলেন। পরিচালনায় শরণ শর্মা, যিনি এর আগে ‘গুঞ্জন স্যাক্সেনা’-তেও জাহ্নবীর সঙ্গে কাজ করেছেন।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছাড়াও নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’-এর কাজ চলছে। জাহ্নবী জানান, সেটি তাঁর জীবনের এখনও অবধি খুব গুরুত্বপূর্ণ কাজ। বরুণ ধওয়ানের মতো তারকার সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা তাঁর কাছে বড় প্রাপ্তি।