Tollywood

জুন-সৃজিতের পর এ বার বিয়ের পিঁড়িতে দেব! পোস্ট করলেন বিয়ের কার্ড

আনন্দবাজার ডিজিটালকে এর আগে বিয়ে প্রসঙ্গে দেব বলেছিলেন, ‘আমার এখনও বিয়ের বয়স হয়নি’। তবে কি বাকি সহকর্মীদের পর পর বিয়ে করতে দেখে দেবের মনেও বাজল বিয়ের সানাই?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১২:১১
Share:

বাঁ দিকে দেব এবং ডান দিকে দেবের শেয়ার করা বিয়ের কার্ড।

টলি পাড়ায় আবারও বসন্তের ছোঁয়া? এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বয়ং দেব! অন্তত দেবের ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট সে কথাই জানান দিচ্ছে। আর দেব নিজের মুখেও ‘স্বীকার’ করে নিয়েছেন খুব শীঘ্রই বিয়ে করছেন তিনি।

Advertisement

লাল রঙের বিয়ের কার্ড। উপরে হলুদ রঙে লেখা রয়েছে ‘শুভ বিবাহ’। লেখা রয়েছে ‘শ্রী শ্রী প্রজাপতয়ে নম’। সোশ্যাল অ্যাকাউন্টে সেই কার্ড শেয়ার করে দেব লিখেছেন, “কেউ ফাঁস করার আগে জানিয়ে রাখলাম। আপনাদের সবার আশীর্বাদ প্রয়োজন”।

এরপরই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। পাত্রী কি তবে রুক্মিণী? এমনিতেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কয়েক বছর ধরেই শোনা যায় নানা ধরনের গুঞ্জন। নিজেরা যদিও বারেবারেই ‘নিছক ভাল বন্ধু’ বলে ব্যাপারটা এড়িয়ে যান। তবে একসঙ্গে কেনিয়া ট্যুর থেকে একসঙ্গে রেস্তরাঁ যাওয়া...সবই চলতে থাকে পুরোদমে। তাই দেব ওই পোস্ট শেয়ার করতেই তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে শুভেচ্ছার ঢল নেমেছে। শুধু দেব নয়, ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণীকেও।

Advertisement

আরও পড়ুন-#মিটু: অরিন্দম শীলের বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

দেখুন দেবের পোস্ট

‪Before anyone leaks....Hope ur blessings will b there 🙏🏻🙈‬

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

আনন্দবাজার ডিজিটালকে এর আগে বিয়ে প্রসঙ্গে দেব বলেছিলেন, “আমার এখনও বিয়ের বয়স হয়নি।” তবে কি বাকি সহকর্মীদের পর পর বিয়ে করতে দেখে দেবের মনেও বাজল বিয়ের সানাই?

আরও পড়ুন-তেরো বছর বয়সে বাড়িতেই ধর্ষণের চেষ্টা, ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন অভিনেত্রী

যদিও দেবের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিয়ে-টিয়ে আদৌ করছেন না দেব। খুব শীঘ্রই নতুন ছবি ঘোষণা করতে চলেছেন তিনি। তাঁরই প্রোমোশনের জন্যই এই অভিনব পন্থা বেছে নিয়েছেন টলিপাড়ার হার্টথ্রব দেব অধিকারী।

দেখুন দেব এবং রুক্মিণীর কিছু ছবি

At the Oxford Bookstore right now for a Panel discussion on #PASSWORD Join in if you are nearby!

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement