Tiyasha Roy

Tiyasha: মদনদার পাশে ‘নায়িকা’ মানেই খবর! পুরুষ রাজনীতিবিদদের ‘ঘনিষ্ঠতা’ খবর নয়? প্রশ্নে তিয়াসা

শ্রীতমা ভট্টাচার্য না তিয়াসা রায়! কাকে নিয়ে বেশি চর্চায় মদন মিত্র? ছোটপর্দার ‘কৃষ্ণকলি’র সঙ্গে কথা হল আনন্দবাজার অনলাইনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৯:২০
Share:

মদন মিত্রর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও কম নয়! বলছে চর্চা। কী বলছেন তিয়াসা নিজে?

পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায় কি হালফিলের ‘উদাহরণ’? রাজনীতিবিদ-নায়িকার সমীকরণ কত দূর বিস্তৃত? বিস্তর মাথা ঘামিয়েও কূলকিনারা পাচ্ছে না কেউ। তার মধ্যেই নজরে মদন মিত্র এবং তাঁর নায়িকা-কুল! বুধবার রাতেই চর্চায় আকাশ আট চ্যানেলের কুকারি শো-র সঞ্চালক-অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। শো-এর ছবি তোলা পর্বে পরস্পরকে জড়িয়ে ক্যামেরার মুখোমুখি। পাশাপাশি, শ্রীতমা কামারহাটির বিধায়কের নির্বাচনী কেন্দ্রে নব নির্বাচিত কাউন্সিলরও! ব্যস, জনতা নতুন অঙ্ক মেলাতে ব্যস্ত। বৃহস্পতিবার সেই নিশানা ঘুরে গিয়েছে। এ বার নজরে ‘কৃষ্ণকলি’ তিয়াসা রায়।

Advertisement

মদন মিত্রর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও কম নয়! বলছে চর্চা। কী বলছেন তিয়াসা নিজে? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। সঙ্গে সঙ্গে চাঁচাছোলা জবাব অভিনেত্রীর, ‘‘মদনদার পাশে নায়িকা মানেই খবর! এখন তো পুরুষদের সম্পর্ক, ঘনিষ্ঠতাও মান্যতা পাচ্ছে। তা হলে দুই পুরুষ রাজনীতিবিদ পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললে বা পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা থাকলে সেই নিয়ে কথা হবে না কেন?’’

অভিনেত্রীর আরও দাবি, পার্থ-অর্পিতার ঘটনা দেখে বাকিদেরও এ ভাবে এক দাঁড়িপাল্লায় চাপিয়ে দেওয়া বোধহয় ঠিক নয়। ওঁদের সমীকরণ সবচেয়ে ভাল ওঁরাই বলতে পারবেন। এই নিয়ে কোনও কথা বলতে নারাজ তিয়াসা। পাশাপাশি তাঁর এ-ও দাবি, তিনি যেমন শ্রদ্ধা করেন কামারহাটির বিধায়ককে, একই ভাবে মদনও পাল্টা শ্রদ্ধা-সম্মান ফিরিয়ে দেন। উদাহরণ হিসেবে তিয়াসা বলেছেন, ‘‘অনেক ক্ষেত্রেই নিজের জন্য পাশ্চাত্য পোশাক বাছি। শর্ট ড্রেস বা হট প্যান্ট পরি। কিন্তু যখনই শুনি মদনদা আসবেন, সঙ্গে সঙ্গে পোশাক নির্বাচন বদলে নিই। তখন শাড়ি, লং ড্রেস বা আনারকলি আমার সাজের তালিকায় থাকে।’’

Advertisement

একটা সময়ে ভোটের প্রচারের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও তিয়াসা-মদন জুটি নাকি অপরিহার্য হয়ে উঠেছিলেন। এটিই কি তিয়াসা-সুবান রায়ের বিচ্ছেদের কারণ? ছোটপর্দার ‘কৃষ্ণকলি’র কথায়, ‘‘এ রকম কোনও কারণেই আমাদের বিচ্ছেদ হয়নি। নির্বাচনী প্রচারের সময় মদনদা সুবানকে আমার কথা বলেছিলেন। সুবানই আমায় ওঁর প্রচারে নিয়ে গিয়েছিল। আস্তে আস্তে চেনাজানা বাড়তে সুবান আর সব সময়ে সঙ্গে থাকত না।’’ অভিনেত্রী এ-ও জানাতে ভোলেননি, তারকাদের কথা জনসাধারণ বেশি শোনেন। তাই প্রচারে তাঁদের নিয়ে যান রাজনীতিবিদেরা। তাঁর মতে, রাজনীতিবিদদের ক্ষমতা অনেক। তাঁরা চাইলে প্রচুর উপকার করতে পারেন। এই সহযোগিতার সদ্ব্যবহার অনেকেই করেন। তিয়াসার দাবি, ‘‘আমারই অনেক উপকার করেছেন মদনদা। আমি আজীবন তার জন্য কৃতজ্ঞ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement